এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KKR vs KXIP, LIVE IPL 2020 LIVE Score Updates: শুবমানের অর্ধশতরান, পঞ্জাবের বিরুদ্ধে কলকাতার স্কোর ১৪৯/৯
লড়াকু ইনিংস শুবমান গিলের।
![KKR vs KXIP, LIVE IPL 2020 LIVE Score Updates: শুবমানের অর্ধশতরান, পঞ্জাবের বিরুদ্ধে কলকাতার স্কোর ১৪৯/৯ KKR vs KXIP LIVE Score Updates IPL 2020 LIVE Updates Match 46 Kolkata Knight Riders vs Kings Xi Punjab IPL 13 Match KKR vs KXIP, LIVE IPL 2020 LIVE Score Updates: শুবমানের অর্ধশতরান, পঞ্জাবের বিরুদ্ধে কলকাতার স্কোর ১৪৯/৯](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/27021947/ipl.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শারজা: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করল কলকাতা নাইট রাইডার্স। দলের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করলেন। সর্বোচ্চ ৫৭ রান করলেন ওপেনার শুবমান গিল। অধিনায়ক ইয়ন মর্গ্যান করেন ৪০ রান। লকি ফার্গুসন ২৪ রান করে অপরাজিত থাকেন। বাকি সব ব্যাটসম্যানই দ্রুত ফিরে যান। নীতীশ রানা ০, রাহুল ত্রিপাঠি ৭, দীনেশ কার্তিক ০, সুনীল নারাইন ৬, কমলেশ নাগরকোটি ৬, প্যাট কামিন্স ১ ও বরুণ চক্রবর্তী ২ রান করেন। প্রসিদ্ধ কৃষ্ণ ০ রানে অপরাজিত থাকেন।
পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। দু’টি করে উইকেট নেন ক্রিস জর্ডন ও রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও মুরুগান অশ্বিন।
আজ শুরু থেকেই উইকেট হারাতে থাকে কলকাতা। দ্বিতীয় বলেই নীতীশকে ফিরিয়ে দেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ত্রিপাঠিকে ফেরান শামি। এই ওভারের শেষ বলে ফিরে যান কার্তিক। ১০ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যাওয়া কলকাতাকে লড়াইয়ে ফেরায় মর্গ্যান-শুবমান জুটি। দলের ৯১ রানের মাথায় ফিরে যান কেকেআর অধিনায়ক। তবে ১৮.৩ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন শুবমান। তিনি দলের রান যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করেন। তবে অন্যান্য ব্যাটসম্যানরা তাঁকে সেভাবে সাহায্য করতে পারেননি। একমাত্র ফার্গুসন দ্রুতগতিতে রান তোলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)