KKR vs SRH, IPL 2023 Live: নাটকীয় ম্যাচে হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে রইল কেকেআর
IPL 2023, Match 47, KKR vs SRH: শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করলেন বরুণ।
LIVE

Background
রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার আগে অবশ্য এই দুই দলের আগের ম্যাচের ফলাফলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কমলা জার্সিধারীদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে এখানে কলকাতা শিবির। এবারের টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে কলকাতার ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে এসেছে সানরাইজার্স। কিন্তু আইপিএলের ১৬ বছরে ২ দলের সাক্ষাতের পরিসংখ্য়ান কী বলছে?
আইপিএলে এখনও পর্যন্ত সানরাইজার্স ও কেকেআর মোট ২৪ ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৪ ম্যাচ জিতেছে কলকাতা শিবির। ৯ ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ১টি ম্যাচ টাই হয়েছিল। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ২ দলের সাক্ষাতে অবশ্য কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে কথা বলেনি। ৬ ম্য়াচ মুখোমুখি হয়েছে ২ দল। ৩টি করে ম্যাচ জিতেছে ২ টো দলই। ২০১৯ সালে এপ্রিলে এই মাঠে শেষবার ২ দল মুখোমুখি হয়েছিল যখন তখন জয় ছিনিয়ে নিয়েছিল ৯ উইকেটে।
হারের ধাক্কা সামলে আজ আরও একবার আইপিএলে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে। আজকের ম্যাচ তো অবশ্যই এমনকী আইপিএলে বাকি ম্যাচগুলোও কেকেআরের কাছে একপ্রকার ডু অর ডাই ম্যাচ। অন্যদিকে পয়েন্ট টেবিলে নীচের দিকে রয়েছে সানরাইজার্সও। তাঁরাও চাইবে ঘরের মাঠে এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে।
কেকেআরের বিরুদ্ধে এর আগে ইডেনে যখন শেষবার খেলতে নেমেছিল সানরাইজার্স, সেই ম্যাচে ২৩ রানে নাইটদের হারিয়ে দিয়েছিল মারক্রামের দল। সেই ম্যাচে হ্যারি ব্রুক শতরান হাঁকিয়েছিলেন। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল অ্যাওয়ে ম্যাচে। এবার তাঁদের ঘরের মাঠে ম্যাচ। কেকেআরের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চাইবে মারক্রামের দল।
IPL Live: ৫ রানে জয়ী কেকেআর
শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ছিল ৯ রান। মাত্র ৩ রান দিলেন বরুণ চক্রবর্তী। তুলে নিলেন একটি উইকেটও। ৫ রানে জয়ী কেকেআর।
IPL Live: শেষ ওভারে ম্যাচ জিততে ৯ রান চাই ভুবনেশ্বর কুমারদের
১৯ ওভারের শেষে হায়দারাবাদের স্কোর ১৬২/৭। শেষ ওভারে ম্যাচ জিততে ৯ রান চাই ভুবনেশ্বর কুমারদের।
SRH vs KKR Live: ম্যাচ জিততে আর ১৮ বলে ২৬ রান চাই হায়দরাবাদের
১৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৬/৬। ম্যাচ জিততে আর ১৮ বলে ২৬ রান চাই হায়দরাবাদের।
IPL Live: ৯ ওভারের শেষে হায়দরাবাদ ৬৯/৪
রাসেলের বলে ফিরলেন রাহুল ত্রিপাঠি (৯ বলে ২০ রান)। হ্যারি ব্রুককে ডিআরএস নিয়ে ফেরালেন অনুকূল রায়। ৯ ওভারের শেষে হায়দরাবাদ ৬৯/৪।
SRH vs KKR Live: ৪ ওভারের শেষে হায়দরাবাদ ৩৭/২
১১ বলে ১৮ রান করে হর্ষিত রানার বলে ফিরলেন ময়ঙ্ক অগ্রবাল। অভিষেক শর্মাকে ফেরালেন শার্দুল ঠাকুর। ৪ ওভারের শেষে হায়দরাবাদ ৩৭/২।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
