এক্সপ্লোর
Advertisement
আমি আর অনুষ্কা তোমার পাশেই আছি, বিতর্কবিদ্ধ ডিভিলিয়ার্সের পাশে দাঁড়িয়ে বার্তা কোহলির, টুইট যুবরাজেরও
আইপিএলে কোহলির নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেন এ বি
নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নিজের ইচ্ছেমতো আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ খেলতে চাইছেন। অবসর ভেঙে বিশ্বকাপ খেলার ইচ্ছেপ্রকাশ করলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরে সেই সম্ভাবনা আর বাস্তবের মুখ দেখেনি। বরং বোর্ডের সঙ্গে বেড়েছে তিক্ততা। বিবৃতি-পাল্টা বিবৃতির পালা।
সেই এ বি ডিভিলিয়ার্স এবার পাশে পেয়ে গেলেন বিরাট কোহলিকে। আইপিএলে কোহলির নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেন এ বি। বিরাট শনিবার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভাই, আমি জানি তুমি সবচেয়ে সৎ আর দায়বদ্ধ মানুষ। তোমার সঙ্গে এরকম হচ্ছে দেখাটা খুব দুর্ভাগ্যজনক। কিন্তু জেনে রাখ আমরা তোমার পাশেই আছি আর তোমার ওপর আস্থা রাখছি। লোকে তোমার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছে দেখাটা ভীষণ অনভিপ্রেত। তুমি এবং তোমার সুন্দর পরিবার আরও শক্তিশালী হও। আমি আর অনুষ্কা সব সময় তোমাদের পাশে রয়েছি।’
তাঁর বিশ্বকাপ খেলার ইচ্ছে নিয়ে তৈরি হয়েছিল জলঘোলা। সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, বিশ্বকাপ খেলতে চেয়েও প্রত্যাখ্যাত হয়েছিলেন ডিভিলিয়ার্স। পরে দক্ষিণ আফ্রিকা বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, দলে নির্বাচনের আগে যে সিরিজগুলো তাঁকে খেলতে বলা হয়েছিল, তা খেলেননি এ বি। যে কারণে তাঁকে দলে নেওয়া হয়নি। কারণ সেক্ষেত্রে সারাবছর খেলে চলা এবং বিশ্বকাপের দলে ঢোকার দাবিদার বাকি ক্রিকেটারদের বঞ্চিত করা হত। শুক্রবার এ নিয়ে নীরবতা ভাঙেন এ বি নিজেও। বলেন, তিনি মোটেও শেষ মুহূর্তে বিশ্বকাপ খেলার ইচ্ছেপ্রকাশ করেননি। বরং তাঁকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফিরতে আগ্রহী কি না।
যুবরাজ সিংহও ইনস্টাগ্রামে ডিভিলিয়ার্সকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন। যুবি লিখেছেন, ‘আমার বন্ধু ও কিংবদন্তি, যতজনের সঙ্গে ক্রিকেট খেলেছি, তাদের মধ্যে তুমি অন্যতম ভাল ও দুর্দান্ত মানুষ। তোমাকে ছাড়া দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের কোনও সুযোগই ছিল না। তোমাকে দলে না রাখাটা তোমার দলের ক্ষতি, তোমার নয়। যত বড় ক্রিকেটার হবে, তত বেশি সমালোচিত হবে। আমরা সকলেই জানি তুমি কীরকম ভদ্রলোক।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement