এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
কোহলিকে এখনও টলিয়ে দেওয়া যায়, ওকে দাপট দেখাতে দিলে চলবে না, অস্ট্রেলিয়া দলকে পরামর্শ পন্টিংয়ের
![কোহলিকে এখনও টলিয়ে দেওয়া যায়, ওকে দাপট দেখাতে দিলে চলবে না, অস্ট্রেলিয়া দলকে পরামর্শ পন্টিংয়ের Kohli can still be rattled, don't let him be a bully: Ponting to Australia কোহলিকে এখনও টলিয়ে দেওয়া যায়, ওকে দাপট দেখাতে দিলে চলবে না, অস্ট্রেলিয়া দলকে পরামর্শ পন্টিংয়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/12/03183509/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অ্যাডিলেড: আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলের উদ্দেশে প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের পরামর্শ, ‘ওর মতো একজন ব্যাটসম্যান যে রান করতে ভালবাসে, তার অহংবোধও আছে। ওকে শুরুতে বাউন্ডারি মারতে দিলে হবে না। ও রাতে সহজে রান করতে না পারে, তেমন বোলিং করতে হবে। ও থার্ডম্যান অঞ্চলে বল পাঠিয়ে রান করতে চায়। তাই এটা আটকাতে উইকেটের পিছনে বিভিন্ন জায়গায় ফিল্ডার রাখতে হবে। ওর বিরুদ্ধে কোন বোলার সবচেয়ে বেশি সফল, সেটাও দেখতে হবে। আমার মাথায় প্রথম যে নামটা আসছে সেটা হল জেমস অ্যান্ডারসন। ও-ই কোহলিকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলেছে।’
পন্টিং আরও বলেছেন, ‘ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান নয় যাকে দমিয়ে রাখার চেষ্টা করা যাবে না। আমি ওকে টলে যেতে দেখেছি। ওর পক্ষে খেলা কঠিন এমন বোলিং এবং শত্রুতাপূর্ণ শারীরিক ভঙ্গির মাধ্যমে সমস্যায় ফেলেছিল মিচেল জনসন। তাই আমি ওকে দাপট দেখাতে দিতে চাইব না। ঘরের মাঠে খেলার সময় আমাদের শারীরিক ভঙ্গি কঠোর থাকে। সেভাবেই সবসময় অস্ট্রেলিয়ানরা খেলে থাকে।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স আসন্ন টেস্ট সিরিজে কোহলিকে স্লেজিং না করার পক্ষে। পন্টিং অবশ্য আক্রমণাত্মক ভঙ্গিতে না খেলার পরামর্শ নস্যাৎ করে দিয়েছেন। তাঁর মতে, ‘অতীতে অস্ট্রেলিয়া দল সবসময়ই স্লেজিং করেছে। তবে তার সঙ্গে ভাল বোলিংও করেছে। ভাল বোলিং ছাড়া স্লেজিং করে লাভ নেই। খেলার সময় শুধু মুখ না, দক্ষতাও কাজে লাগাতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)