এক্সপ্লোর
Advertisement
ইয়োইয়ো টেস্টে পাশ বিরাট, ব্যর্থ হয়ে ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়ছেন রায়াডু
বেঙ্গালুরু: চোট সারিয়ে ফিট ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ ইয়োইয়ো টেস্টে পাস করলেন তিনি। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচের সিরিজে খেলবেন তিনি। যদিও মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়াডুর পক্ষে খারাপ খবর। তিনি ইয়োইয়ো টেস্টে ব্যর্থ হয়েছেন। ফলে ইংল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বাদ পড়ছেন তিনি।
বিসিসিআই-এর নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘অধিনায়ক বিরাট কোহলি সহ অধিকাংশ খেলোয়াড়ই সহজেই ইয়োইয়ো টেস্টে পাশ করেছেন। ব্রিটেনগামী দলের খেলোয়াড়দের মধ্যে একমাত্র অম্বাতি রায়াডুই ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন। সিনিয়র দল ও ভারতীয় এ দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ইয়োইয়ো টেস্টে অন্তত ১৬.১ স্কোর করতেই হয়। তার চেয়ে অনেক কম স্কোর করেছেন রায়াডু। ফলে তিনি দল থেকে বাদ যাবেন।’
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল পারফরম্যান্স দেখান রায়াডু। এর জেরেই তিনি দেড় বছরেরও বেশি সময় পরে ভারতের একদিনের দলে ফেরেন। কিন্তু ফিটনেস টেস্টে ব্যর্থ হয়ে সেই সুযোগ হারালেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement