এক্সপ্লোর
কুম্বলে বিতর্কে অকারণে বিরাটকে নিশানা করা হচ্ছে, দাবি অনুরাগ ঠাকুরের

হামিরপুর: ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক বিতর্কে অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, ‘ভারতের কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফা নিয়ে অকারণে বিরাটকে নিশানা করা হচ্ছে। আমার মনে হয়, এই আলোচনা বন্ধ হওয়া দরকার। আগামী ১০ বছরে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে বিরাটের। এবারই প্রথম একজন ক্রিকেটারকে নিশানা করা হচ্ছে এমন নয়। অতীতেও অধিনায়ক ও প্রাক্তন অধিনায়ককে নিশানা করা হয়েছে।’ অধিনায়কের সঙ্গে মতবিরোধের জেরে কোচের পদত্যাগ নিয়ে ভারতীয় ক্রিকেটে তোলপাড় চলছে। এই সময় তিনি বিসিসিআই সভাপতি থাকলে অনেক ভালভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন বলে দাবি অনুরাগের। তিনি বলেছেন, ‘বিসিসিআই-এর পূর্বতন কর্তারা এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় অনেক বেশি পারদর্শী ছিলেন। ক্রিকেট পরামর্শদাতা কমিটির সুপারিশকে সম্মান জানিয়ে কুম্বলেকে কোচ করা হয়েছিল। কোনও সমস্যা হলে যাতে মোকাবিলা করা যায়, সেটার কথা ভেবে এক বছরের চুক্তি করা হয়েছিল। এর জন্য বোর্ডের ধন্যবাদ প্রাপ্য।’ বিসিসিআই-এর বর্তমান কর্তাদের আক্রমণ করে অনুরাগ বলেছেন, ‘আমাদের সময় কোনওদিন এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসেনি। কুম্বলেকে যখন এক বছরের জন্য কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কেউ আপত্তি জানাননি। কুম্বলের চুক্তির সাত-আট মাস পর্যন্ত যখন আমরা বোর্ডে ছিলাম, কেউ কুম্বলে ও বিরাটের মধ্যে সমস্যার কথা বলেনি। এই পরিস্থিতি তৈরি হল কেন, এখন যাঁরা বোর্ডে আছেন তাঁদের জবাব দিতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















