এক্সপ্লোর
৫৮ বলে ১০৮! বিধ্বংসী কোহলি হারালেন ধোনির রাইজিং পুনেকে

বেঙ্গালুরু: দুরন্ত ফর্মে রয়েছেন। বিরাট কোহলি বিধ্বংসী মেজাজে। মাত্র ৫৮ বলে শনিবার ১০৮ রান করলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে। তাঁর আটটা চার ও সাতটি ছ্ক্কা দিয়ে সাজানো ইনিংসের দৌলতে মহেন্দ্র সিংহ ধোনির দলকে সাত উইকেটে হারাল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চিন্নস্বামী স্টেডিয়ামে তিন বল বাকি থাকতেই ১৯২ রানের টার্গেট ছুঁয়ে ফেলে বিরাটের দল।
এদিন প্রথমে ব্যাট করে অজিঙ্ক রাহানের ৭৪, সৌরভ তিওয়ারির ৫২-এর সৌজন্যে ১৯১-তে পৌঁছয় মহেন্দ্র সিংহ ধোনির পুনের স্কোরবোর্ড৷ কিন্তু পাল্টা প্রায় একাই পুনেকে শেষ করে দেন বিরাট। কোহলির এদিনের দাপুটে ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে গিয়েছে ওয়াটসনের ১৩ বলে ৩৬ রানের ইনিংসটি। পাঁচটি চার, দুটি ছয় মেরেছেন তিনি। কোহলিকে ৩৮ রানের যোগ্য সঙ্গত দেন কে এল রাহুল৷ আজকের ইনিংসটিতে রেকর্ডে নাম উঠল বিরাটের। একটি আইপিএল সিজনে দুটি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন তিনি। পাশাপাশি ব্র্যন্ডন ম্যাকালাম, শ্যেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সহবাগের দুটি সেঞ্চুরি করার তালিকায় নাম উঠল তাঁর। তবে আইপিএলে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড এখনও ক্রিস গেইলের ঝুলিতে।
এদিন প্রথমে ব্যাট করে অজিঙ্ক রাহানের ৭৪, সৌরভ তিওয়ারির ৫২-এর সৌজন্যে ১৯১-তে পৌঁছয় মহেন্দ্র সিংহ ধোনির পুনের স্কোরবোর্ড৷ কিন্তু পাল্টা প্রায় একাই পুনেকে শেষ করে দেন বিরাট। কোহলির এদিনের দাপুটে ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে গিয়েছে ওয়াটসনের ১৩ বলে ৩৬ রানের ইনিংসটি। পাঁচটি চার, দুটি ছয় মেরেছেন তিনি। কোহলিকে ৩৮ রানের যোগ্য সঙ্গত দেন কে এল রাহুল৷ আজকের ইনিংসটিতে রেকর্ডে নাম উঠল বিরাটের। একটি আইপিএল সিজনে দুটি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন তিনি। পাশাপাশি ব্র্যন্ডন ম্যাকালাম, শ্যেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সহবাগের দুটি সেঞ্চুরি করার তালিকায় নাম উঠল তাঁর। তবে আইপিএলে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড এখনও ক্রিস গেইলের ঝুলিতে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















