(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Knight Riders: সমর্থকদের কথা মাথায় রেখে আইপিএল শুরুর আগেই বড় ঘোষণা কেকেআরের
IPL 2023: সোমবারই কেকেআরের তরফে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে নীতিশ রানাকে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়।
কলকাতা: আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরই মাঝে টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআরের তরফে এক বড় ঘোষণা করা হল।
সমর্থকদের উদ্দেশে ঘোষণা
গোটা বিশ্বজুড়েই দুই বারের আইপিএলজয়ী কেকেআরের অগণিত সমর্থক রয়েছেন। সেই সমর্থকদের কথা মাথায় রেখেই কেকেআরের তরফে 'নাইট ক্লাব' (Knight Club App) নামক এক অ্যাপ লঞ্চ করা হল। এই অ্যাপের মাধ্যমে কেকেআরের সমর্থকরা নাইট দলের খুঁটিনাটি বিষয়গুলি আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন। 'নাইট ক্লাব' অ্যাপটি লঞ্চের কথা জানিয়ে দলের একটি মজাদার ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে কেকেআর কর্ণধার তথা বলিউড তারকা শাহরুখ খানকে (Shahrukh Khan) অভিনব কথোপকথনের মাধ্যমে এই অ্যাপটি লঞ্চের কথা ঘোষণা করতে দেখা যায়।
The wait is finally over, fam! 🤩
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2023
Introducing the #KnightClub app. Your one-stop-shop for all things KKR - Earn Knight tokens, rise up in the leaderboard, and get to win exclusive KKR Merchandise!
Ekdam Fatafati App for our Fatafati fans.@iamsrk pic.twitter.com/wygzK0j8UQ
নতুন নাইট অধিনায়ক
প্রসঙ্গত, গতকালই কেকেআরের তরফে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে নীতিশ রানাকে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়। সোমবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল, শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানা (Nitish Rana) দলকে নেতৃত্ব দেবেন।
পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও, আমদাবাদ টেস্টের সময় যন্ত্রণায় এমন কাবু হয়ে পড়েন যে, ব্যাটই করতে পারেননি শ্রেয়স। তারপরই তাঁকে পাঠানো হয় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। বোর্ডের বিশেষজ্ঞরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও একই কথা বলা হয়।
তবে অস্ত্রোপচারের রাস্তায় হাঁটেননি শ্রেয়স। সূত্রের খবর, তিনি আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন। কারণ, অস্ত্রোপচার করা হলে অন্তত পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হতো তাঁকে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও শ্রেয়সের খেলার কোনও সম্ভাবনা থাকত না। আপাতত তিনি মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন।
নাইটদের দেওয়া বিবৃতিতে জানানো লেখা হয়েছে, 'আমরা আশাবাদী যে, ২০২৩ সালের আইপিএলে কোনও না কোনও সময়ে শ্রেয়স মাঠে নামবেন। পাশাপাশি আমরা সৌভাগ্যবান যে, নীতিশ রানা রয়েছে। সাদা বলের ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং ২০১৮ সাল থেকে কেকেআরে রয়েছে। তাই আইপিএলেও বেশ অভিজ্ঞ। আমরা আশাবাদী যে, দারুণ কাজ করবে নীতিশ। আমরা আশায় যে নতুন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও অন্যান্য সাপোর্ট স্টাফরা ওঁকে মাঠের বাইরে সবরকম সাহায্য করবেন। মাঠে ভীষণ অভিজ্ঞ ক্রিকেটারেরা ওঁকে সাহায্য করবেন। নতুন ভূমিকার জন্য নীতিশের প্রতি শুভেচ্ছা। পাশাপাশি প্রার্থনা করছি শ্রেয়স দ্রুত সেরে উঠুক'।
আরও পড়ুন: অধিনায়ক ঘোষণার দিনই মাঠে নেমে পড়লেন সাউদি, ফার্গুসন কি ফিট?