Lakshya Sen Update: ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রানার্স আপ লক্ষ্য সেন
Lakshya Sen Update: উত্তরাখণ্ডের ২০ বছরের তরুণ শাটলার লক্ষ্য সেনকে। বিশ্বের ১ নম্বর ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে হেরে গিয়ে রানার্স আপ হতে হয় লক্ষ্যকে।
নয়াদিল্লি: অল ইংল্য়ান্ড চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছে। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে উত্তরাখণ্ডের ২০ বছরের তরুণ শাটলার লক্ষ্য সেনকে। বিশ্বের ১ নম্বর ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে হেরে গিয়ে রানার্স আপ হতে হয় লক্ষ্যকে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া তরুণ এই শাটলার। তিনি বলছেন, ''গত ২ সপ্তাহ দারুণ গিয়েছে আমার। যাঁদের বিরুদ্ধে আমি খেলেছি, সেখান থেকে নিজের খেলার অনেক উন্নতি করার চেষ্টা করেছি। আমার কাছে বিশাল বড় ব্যাপার। অল ইংল্য়ান্ডের ফাইনাল খেলা আমার জন্য বিশাল বড় ব্য়াপার। এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। আশা করি আগামী টুর্নামেন্টগুলোয় আমি দুর্দান্ত পারফর্ম করতে পারব।''
লক্ষ্য আরও বলেন, ''গত ২ বছরে আমার খেলায় আমি অনেক উন্নতি করেছিলাম। করোনার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। তার মধ্যেই নিজের প্রস্তুতি সারতে হয়েছিল। নিজেকে ফিট রাখতে অন্যান্য খেলাও খেলতাম। এছাড়া অনেকটা সময় জুড়ে কোনও ম্যাচে খেলার চেষ্টা করতাম। যার থেকে নিজের শারীরিক ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করতাম।''
এদিকে, ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন লক্ষ্য সেন। অল ইংল্য়ান্ড ওপেন ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে জিততে পারেননি ভারতের তরুণ শাটলার। কিন্তু তাঁর দুর্দান্ত পারফরম্যান্স গোটা টুর্নামেন্ট জুড়়ে নজর কেড়েছিল সবার। এবার তার পুরস্কারও পেয়ে গেলেন লক্ষ্য।
উত্তরাখণ্ডের ২০ বছরের তরুণ শাটলার লক্ষ্য সেন ভারতের পঞ্চম পুরুষ শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন। এবার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ক্রমতালিকায় ৯ নম্বরে উঠে এলেন লক্ষ্য। ৭৪, ৭৮৬ পয়েন্ট ঝুলিতে পুরেছেন তিনি।
এদিনের ম্যাচের শুরু থেকেই লক্ষ্যকে কোণঠাসা করে দেন অ্যাক্সেলসেন। ম্যাচের প্রথম পাঁচটি পয়েন্টই তিনি অর্জন করেন। এরপর লক্ষ্য প্রথম পয়েন্ট পান। পরপর দুই পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন ভারতীয় শাটলার। কিন্তু এরপরেই ৯-২ এগিয়ে যান ড্যানিশ শাটলার। এরপর তিনি ১১-২ পয়েন্টে এগিয়ে যান। সেই সময় লক্ষ্য পরপর দুই পয়েন্ট পান। ১২-২ হওয়ার পর ১৩-৫ করে দেন লক্ষ্য। কিন্তু ১৭-৬ ফলে এগিয়ে যাওয়ার পর আর লক্ষ্যকে কোনও সুযোগ দেননি অ্যাক্সেলসেন। তিনি সহজেই প্রথম গেম জিতে নেন।
এরপর, দ্বিতীয় গেমেরও শুরুতেই এগিয়ে যান বিশ্বের এক নম্বর শাটলার। প্রথম দুই পয়েন্টই নেন তিনি। কিন্তু লক্ষ্য এবার দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথমে ২-৪, তারপর ৪-৪ করে দেন। এরপর অবশ্য পরপর চার পয়েন্ট নিয়ে ৮-৪ এগিয়ে যান অ্যাক্সেলসেন। সেখান থেকে তাঁকে আর ধরতে পারেননি লক্ষ্য। বিশ্বের এক নম্বর শাটলারই চ্যাম্পিয়ন হন।