এক্সপ্লোর
Advertisement
লর্ডসে ধরাশায়ী ইংল্যান্ড, ১০ উইকেট নিয়ে টেস্টে এক নম্বর বোলার পাকিস্তানের ইয়াসির শাহ
দুবাই: আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে এক নম্বরে উঠে এলেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৭৮। ২০০৫ সালে শেন ওয়ার্ন শেষবার লেগস্পিনার হিসেবে টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন। তারপর এই প্রথম একজন লেগস্পিনার এই কৃতিত্ব অর্জন করলেন। ক্রমতালিকার দ্বিতীয় স্থানেও আছেন একজন স্পিনার। তিনি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৬ নম্বরে বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার মুস্তাক আহমেদ ১৯৯৬ সালে টেস্টে বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন। তারপর এই প্রথম একজন পাক লেগস্পিনার এক নম্বরে উঠে এলেন। লর্ডস টেস্টে অসাধারণ পারফরম্যান্সের ফলেই ক্রমতালিকায় ইয়াসিরের এই উত্থান।
নিষিদ্ধ মাদক সেবনের দায়ে তিন মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন এই লেগস্পিনার। সেখান থেকে ফিরে এসেই তাঁর চমকপ্রদ পারফরম্যান্স। সেটাও আবার এশিয়ার বাইরে প্রথম টেস্টে! ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই সবার নজর কেড়ে নিয়েছেন ইয়াসির। প্রথম ইনিংসে ৭২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচে ১০ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি দলের জয়েও বড় অবদান রেখেছেন ইয়াসির। পাকিস্তান ৭৫ রানে জিতে চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে।
এই প্রথম পাকিস্তানের কোনও বোলার লর্ডসে ১০ উইকেট নিলেন। এর আগে ওয়াকার ইউনিসের ১৫৪ রানে ৮ উইকেটই সেরা পারফরম্যান্স ছিল। সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন ইয়াসির। তাঁর পাশাপাশি বাঁ হাতি পেসার রাহত আলিও ভাল পারফরম্যান্স করেছেন।
ইয়াসির এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারবেন। কারণ, তিনি এখনও পূর্ণ রেটিং পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। একজন বোলার ১০০টি উইকেট পেলে তবেই তাঁকে পূর্ণ রেটিং দেওয়া হয়। ইয়াসির ১৩টি টেস্টে ৮৬ উইকেট নিয়েছেন। ফলে তাঁর সামনে উন্নতি করার সুযোগ থাকছে।
লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে ক্রিকেট দুনিয়ার নজর ছিল পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ফেরা বাঁ হাতি পেসার মহম্মদ আমিরের দিকে। নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও, টেস্টের শেষ উইকেটটি তুলে নিয়েছেন এই পেসার।
লর্ডস টেস্ট জয়ের পর পাক শিবিরে খুশির হাওয়া। ম্যাচ জয়ের পর মাঠে দাঁড়িয়েই সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর জন্য স্যালুট করেন মিসবা উল হকরা। তাঁরা এই সফরে আসার আগে সেনা প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই কারণেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement