Lovlina Borgohain: অবশেষে সমাধান, কমনওয়েলথ 'গেমস ভিলেজ'-র ছাড়পত্র পেলেন লভলিনার কোচ
Lovlina Borgohain coach Sandhya Gurung: বক্সিং ফেডারেশনের তরফে সন্ধ্যা গুরুঙ্গের ছাড়পত্র পাওয়ার বিষয়টি শিকার করে নেওয়া হয়। তার থাকার ঘরও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
![Lovlina Borgohain: অবশেষে সমাধান, কমনওয়েলথ 'গেমস ভিলেজ'-র ছাড়পত্র পেলেন লভলিনার কোচ Lovlina Borgohain coach Sandhya Gurung gets CommonWealth Games 2022 accreditation Lovlina Borgohain: অবশেষে সমাধান, কমনওয়েলথ 'গেমস ভিলেজ'-র ছাড়পত্র পেলেন লভলিনার কোচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/26/a8866ed3742f0a69a7ccd44a4c3909a41658834758_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতীয় দলের পদক জয়ের অন্যতম বড় দাবিদার হলেন লভলিন বড়গোঁহাই (Lovlina Borgohain)। তবে গেমস শুরুর আগে সোমবারই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুতর অভিযোগ করেন তারকা বক্সার। তিনি জানান তার কোচ সন্ধ্যা গুরুঙ্গকে (Sandhya Gurung) 'গেমস ভিলেজ'-এ প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। এর ফলে তার অনুশীলন তো সম্পূর্ণ ব্যাহত হয়েইছে, পাশাপাশি তাকে মানসিকভাবে হয়রানিরও শিকার হতে হচ্ছে।
বক্সিং ফেডারেশনের যুক্তি
জবাবে ভারতীয় বক্সিং ফেডারেশন জানান খেলোয়াড়দের তুলনায় সাপোর্ট স্টাফদের পরিমান আগে থেকেই অনেকটা বেশি রয়েছে। এক বিবৃতিতে সোমবার জানানো হয়, 'মোট খেলোয়াড় সংখ্যার মাত্র ৩৩ শতাংশ সাপোর্ট স্টাফই দলের সঙ্গে যেতে পারে। বক্সিংয়ের ক্ষেত্রে ১২ জন বক্সারের জন্য এই সংখ্যাটা চার। তবে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন আমাদের সমস্যাটা বুঝতে পেরে সর্বোচ্চ সংখ্যক সাপোর্ট স্টাফ নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সেই সংখ্যাটা চারের বদলে বেড়ে আট হয়। বক্সিং ফেডারেশন, অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলিতভাবে বিষয়টি দেখছে যাতে সন্ধ্যা গুরুঙ্গ বার্মিংহ্যামে দলের সঙ্গে যোগ দিতে পারেন।'
মিলল ছাড়পত্র
যদিও ফেডারেশনের তরফে দাবি করা হয় সন্ধ্যা গুরুঙ্গের থাকা, খাওয়ার বন্দোবস্ত আগেই করে দেওয়া হয়েছে। লভলিনার অভিযোগের পরে বিষয়টা নিয়ে আরও খতিয়ে দেখে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এবং অবশেষে লভলিনার কোচ সন্ধ্যা, 'গেমস ভিলেজ'-এ প্রবেশের ছাড়পত্র পেয়ে গিয়েছেন। মঙ্গলবারই (২৬ জুলাই) তাকে এই ছাড়পত্র দেওয়া হয়। লভলিনার কোচ নিজেই জানান, 'আমি কমনওয়েলথ গেমস ২০২২-এর ছাড়পত্র পেয়ে গিয়েছি।'
বক্সিং ফেডারেশনের তরফে সন্ধ্যা গুরুঙ্গের ছাড়পত্র পাওয়ার বিষয়টি শিকার করে নেওয়া হয়। তার থাকার ঘরও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে এ বারের কমনওয়েলথ গেমস। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।
আরও পড়ুন: লভলিনার কমনওয়েলথের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানোর অভিযোগ, নড়চড়ে বসল ফেডারেশন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)