এক্সপ্লোর
Advertisement
১০০ দিন পরে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ, আর্সেনালকে ৩-০ উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড।
ম্যাঞ্চেস্টার: ১০০ দিন পরে ফের শুরু হল ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। গোল করেন রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইন ও ফিল ফডেন। তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ লালকার্ড দেখায় ১০ জনে খেলতে হয় আর্সেনালকে। বিপক্ষকে বাগে পেয়ে আর কোনও সুযোগ দেয়নি সিটি।
এই ম্যাচের ২০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনালের স্প্যানিশ ডিফেন্ডার পাবলো মারি। তাঁর পরিবর্তে মাঠে নামেন লুইজ। তিনি একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই বক্সের মধ্যে গোল করতে চলা রিয়াদ মাহরেজকে আটকাতে না পেরে ফেলে দেন চেলসির এই প্রাক্তন ডিফেন্ডার। রেফারি তাঁকে লালকার্ড দেখান এবং সিটির পক্ষে পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি ডি ব্রুইন। তার আগেই প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন স্টার্লিং।
১০ জনে হয়ে গিয়ে এবং ২ গোলে পিছিয়ে পড়ে আর আর্সেনালের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। সেটা সম্ভব হয়ওনি। শেষদিকে অবশ্য় ম্যান সিটিকেও ১০ জনে খেলতে হয়। কারণ, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া চোট পেয়ে মাঠ ছাড়েন। ততক্ষণে সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা পাঁচটি পরিবর্তন করে ফেলেছিলেন। ফলে বাকি সময়টা তাঁর দলকে একজন ফুটবলার কম নিয়েই খেলতে হয়। তবে তাতে আর্সেনালের কোনও লাভ হয়নি। উল্টে সংযোজিত সময়ে ফডেন ব্যবধান বাড়ান।
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement