Manu Bhaker In Kolkata: আটপৌঢ়ে কায়দায় শাড়ি পরে কলকাতার দুর্গাপুজোয় অলিম্পিক্সে ইতিহাস গড়া মনু ভাকের
Durga Puja 2024: অলিম্পিক্সে পদক জয়ের পর প্রথমবার তিলোত্তমায় এলেন। কলকাতায় বেশ কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপে যান মনু। চমক দিয়েছেন তাঁর সাজে।
কলকাতা: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ইতিহাস গড়েছেন তিনি। স্বাধীনতার পর থেকে ভারতের একমাত্র অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। শ্যুটিং রেঞ্জে মনু ভাকেরের (Manu Bhaker) নাম স্মরণীয় হয়ে থেকে যাবে। অল্পের জন্য যিনি পদকের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেছিলেন।
সেই মনু ভাকের এবার কলকাতায়। অলিম্পিক্সে পদক জয়ের পর প্রথমবার তিলোত্তমায় এলেন। কলকাতায় বেশ কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপে যান মনু। চমক দিয়েছেন তাঁর সাজে। শ্যুটিং রেঞ্জে নিখুঁত নিশানা ভেদ করেন। তবে স্টাইল স্টেটমেন্টেও পিছনে যান না মনু। কলকাতায় তাঁকে শনিবার দেখা গেল লাল পাড় সাদা শাড়ি পরে। বাঙালির চিরন্তন ঐতিহ্য। এবং সেই শাড়ি তিনি পরেছিলেন রীতিমতো আটপৌঢ়ে কায়দায়। সঙ্গে মানানসই গয়না। মুখে সেই বিখ্যাত অমলিন হাসি।
আরও পড়ুন: অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
GOT INKED!
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) October 5, 2024
As a responsible citizen, I proudly cast my vote in the Haryana Assembly Elections this morning. I urge all young voters to step out and vote in large numbers. Your vote matters.#GOTINKED #HaryanaElection pic.twitter.com/TOf1HuhlFw
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।