Football Nasty Clash: অনিচ্ছাকৃত ভুলে প্রতিপক্ষ ফুটবলারের পা ভাঙলেন মার্সেলাে, কেঁদে ফেললেন মাঠেই
Football Nasty Clash 2023: স্যাঞ্চেসের পরিস্থিতি দেখে মাঠেই কেঁদে ফেলেন মার্সেলো। লাল কার্ড দেখানোর ফলে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদের প্রাক্তন উইঙ্গারকে।

বুয়েনস আয়ার্স: এতগুলো বছর ধরে ফুটবল খেলছেন। কিন্তু কখনও এমন পরিস্থিতিতর সম্মুখীন তিনি হননি। ক্লাব ফুটবলে আরও একটি অঘটনের মুহূর্তের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব। ব্রাজিলের তারকা ডিফেন্ডার মার্সেলো ক্লাব ফুটবলে খেলছিলেন। সেই সময় প্রতিপক্ষের অর্ধের দিকে এগােচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই মার্সেলোকে আটকানোর চেষ্টা করেছিলেন প্রতিদ্বন্দ্বী ক্লাবের লুসিয়ানো স্যাঞ্চেস। ২ জনেই গতিতে ছিলেন, তাই কেউই নিজের গতি থামিয়ে দিতে পারেননি। যার ফল হল মারাত্মক। বেকায়দায় মার্সেলো আঘাত ককরে বসেন লুসিয়ানোর পায়ে। সেই মুহূর্তেই স্যাঞ্চেসের পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। সেই ঘটনায় আচমকাই পা ভেঙে যায় স্যাঞ্চেসের। মার্সেলোকে লাল কার্ড দেখানো হয়। তবে সবার চোখ তখন স্যাঞ্চেসের দিকে।
Oh. my. days. 🤯🤯
— Calvin ♨️ (@TrentDeBruyne) August 1, 2023
Really nasty leg break. Marcelo sent off pic.twitter.com/D2ZFz5wUoB
স্যাঞ্চেসের পরিস্থিতি দেখে মাঠেই কেঁদে ফেলেন মার্সেলো। লাল কার্ড দেখানোর ফলে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদের প্রাক্তন উইঙ্গারকে। কিন্তু তার থেকেও বেশি মার্সেলোকে ভাবায় তাঁর অনিচ্ছাকৃত ভুলের জন্য কারও কেরিয়ার এমন বিপদের মুখে এসে দাঁড়ানোয়। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মঙ্গলবার এই ঘটনা ঘটে। যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স।
View this post on Instagram
উল্লেখ্য, সেই ঘটনার সময় স্যাঞ্চেসের দল ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু পরে ব্রাজিলের ক্লাবটি সেই গোলশোধ করে দেয়। তবে ম্যাচের ফল বা লাল কার্ড তা দেখে
মুহূর্তের এই আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়ে সকলে। মার্সেলোকে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখানো হয়। তবে লাল কার্ড দেখার জন্য কোনও যন্ত্রণা ছিল না মার্সেলোর। কিন্তু স্যাঞ্চেসের শোচনীয় অবস্থা দেখে একেবারে ভেঙে পড়েন মার্সেলো। কাঁদতে কাঁদতে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়।
আসলে মার্সেলোর অনিচ্ছাকৃত ট্যাকলের জন্য দু’টুকরো হয়ে গিয়েছে স্যাঞ্চেসের পা। আর এই ঘটনায় তাঁর কেরিয়ার কার্যত শেষ হয়ে যাওয়ার মুখে। এটাই সম্ভবত যন্ত্রণা দিচ্ছে মার্সেলোকে। তাই ঘটনাটা ঘটার পর তাঁকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়।






















