T20 WC: সেমিফাইনালের আগে পাকিস্তানের তরফে প্রতিপক্ষদের সতর্কবার্তা দিলেন মেন্টর হেডেন
Pakistan Cricket Team: ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে পরাজিত হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে পাকিস্তান ক্রিকেট দল।
সিডনি: ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে পরাজিত হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। বিশ্বকাপের শুরুতে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে না পারলেও, নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় কিছুটা ভাগ্যের সহায়তায়ই শেষ চারে নিজেদের জায়গা পাকা করে বাবর বাহিনী। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বাবররা, তার আগে বড় দাবি করলেন ম্যাথু হেডেন (Matthew Hayden)।
হেডেনের বার্তা
রবিবার নিজেদের সুপার ১২-র শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে পাকিস্তান। তারপরেই পাকিস্তান সাজঘরে দলের মেন্টর ম্যাথু হেডেন দলকে তাতাতে এক বিশেষ বার্তা দেন। তিনি বলেন, 'যে সময় পাকিস্তান দল নিজেদের সেরা ক্রিকেটটা খেলা শুরু করবে, সেই সময়ই আমরা প্রতিপক্ষকে বিরাট চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের মধ্যে। গোটা বিশ্বে বা এই টুর্নামেন্টে কোনও দলই আমাদের বিরুদ্ধে মাঠে নামতে চাইবে না।' হেডনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। এখন দেখার পাকিস্তান প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারে কি না।
"We win and we lose together" 💬
— ICC (@ICC) November 6, 2022
Mentor Matthew Hayden had some inspirational words for the Pakistan team after their late surge into the semi-finals on Sunday 🙌
Watch his dressing room speech 👇
📽: @TheRealPCB#T20WorldCup pic.twitter.com/hCEaY9omcR
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির জন্য যদি নির্ধারিত দিনে খেলা সম্ভব না হয়, তাহলে তার পরের দিন রিজার্ভ ডেতে একই জায়গা থেকে ফের একবার ম্যাচ শুরু হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়? তখন যে দল সুপার ১২ গ্রুপে আগে শেষ করেছিল, সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই ফাইনালে পৌঁছে যাবে। ভারতের ম্যাচ ভেস্তে গেলে যেহেতু গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল, তাই ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।
অপরদিকে, একই পরিস্থিতিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কেন উইলিয়ামসনদের জয়ী ঘোষণা করা হবে। তাঁরা গ্রুপ ১-এ শীর্ষে শেষ করেছিল। তবে ফাইনালে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু নিয়ম ভিন্ন। ফাইনালেও যদি নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে মিলিয়েও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে দুই দলকেই যুগ্মভাবে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। রবিবার ১২ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুন: