এক্সপ্লোর
Advertisement
শামির কাছে ক্ষমা চান আগে...নাচের ভিডিও আপলোড করে ইনস্টাগ্রামে ট্রোলড হাসিন জাহান
শামির কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দুজনে কেন সন্তানের জীবন নষ্ট করলেন, প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। ২০১৮ সালে শামি ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনার পর থেকে তিনিও নেটিজেনদের নজরে থাকেন সবসময়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নাচের ভিডিও আপলোড করেন। কিন্তু এর মাধ্যমে অনুরাগীদের মন জেতার বদলে শামি-ভক্তদের নিন্দের মুখেই পড়েছেন হাসিন জাহান। অনেকে আবার শামির কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দুজনে কেন সন্তানের জীবন নষ্ট করলেন, প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
২০১৮র পর থেকে ক্রিকেটার শামির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। সম্প্রতি তিনি সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে নিজের জীবন নিয়ে এমন কিছু কথা বলেন, যা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।
তিনি বলেন, পরিবার পাশে না থাকলে তিনি হয়ত ক্রিকেট থেকেও ছিটকে যেতেন। শামি জানান, মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের চাপে তিন-তিনবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। খেলাতেও মন দিতে পারছিলেন না।
'আমরা তখন ২৪ তলায় থাকতাম। আমার পরিবারের লোকেরা ভয় পেত, যদি আমি ব্যালকনি থেকে ঝাঁপ দিই।...সেই সময় আমার ভাই পাশে দাঁড়িয়েছিল।', বলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement