(Source: ECI/ABP News/ABP Majha)
Vaughan on Salman Butt: ম্যাচ গড়াপেটা তো করিনি, বাটকে বিদ্রুপ ভনের
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। তারও আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। তার আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন ঘুরিয়ে কটাক্ষ করেন কোহলিকে।
লন্ডন: মাত্র ২৪ ঘণ্টা আগে তিনি বিরাট কোহলির চেয়েও কেন উইলিয়ামসনকে এগিয়ে রেখেছেন। তারপরই পাকিস্তানের সলমন বাটের প্রবল আক্রমণের মুখে পড়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বাট খোঁচা দিয়েছিলেন, যাঁর ওয়ান ডে-তে একটাও সেঞ্চুরি নেই, তাঁর মুখে এসব কথা মানায় না। এরপরই বাটকে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন ভন। নাম না করে বাটকে বিদ্রুপ করে বললেন, অন্তত ম্য়াচ গড়াপেটা করেননি তিনি।
সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। তারও আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। তার আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন ঘুরিয়ে কটাক্ষ করেন কোহলিকে। কোহলি ও উইলিয়ামসনের তুলনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি উইলিয়ামসন ভারতীয় হতো তাহলে ওকেই বিশ্বের সেরা ব্যাটসম্যান বলা হতো। কিন্তু ও ভারতের নয় এবং প্রকাশ্যে উইলিয়ামসনকে সেরা বলার অধিকারও আপনার নেই। তা হলে সোশ্যাল মিডিয়ায় আপনার তুমুল সমালোচনা হবে। বিরাটকেই সেরা বলতে হবে। তাহলে বেশি লাইক পাবেন, আরও বেশি লোক আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবে। তবে আমি বলব, সব ফর্ম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। যে ভাবে ও খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর নীরবই থাকতে দেখা যায়।” ভন আরও বলেন, “তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা ক্রিকেটারদের তালিকায় উইলিয়ামসন থাকবেই এবং কোহলির সমকক্ষ ও। কিন্তু বিরাটের মতো ইনস্টাগ্রামে ওর ১ কোটি ফলোয়ারও নেই বা স্পনসরদের থেকে ৩০-৪০ মিলিয়ন ডলার আয়ও করে না।”
এরপরই কোহলির পাশে দাঁড়িয়ে বাট ট্যুইট করেন, 'ইনিংস ওপেন করেও ওয়ান ডে-তে যার একটিও সেঞ্চুরি নেই, তার মুখে এসব কথা মানায় না।' ভন পাল্টা ট্যুইট করেছেন, 'তুমি একদম ঠিক বলেছো সলমন। তবে বলা উচিত ছিল যে আমি ম্যাচ গড়াপেটা করিনি, অন্য অনেকে যেটা করেছে এবং আমাদের মহান খেলাটাকে কলুষিত করেছে।' প্রসঙ্গত, ম্যাচ গড়াপেটার দায়ে ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাট।