Manchester United vs Liverpool: সালাহর হ্যাটট্রিক, নিষ্প্রভ রোনাল্ডো, ম্যান ইউকে ৫-০ গোল হারাল লিভারপুল
Manchester United vs Liverpool: তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রােনাল্ডোকে মাঠে দূরবীন দিয়ে খুঁজতে হল। অন্যদিকে পর্তুগিজ স্ট্রাইকারের ডেরায় এসে হ্য়াটট্রিক করে দলকে জিতিয়ে গেলেন মহম্মদ সালাহ।
ওল্ড ট্র্যাফোর্ড: ঘরের মাঠ। চেনা পরিবেশ। চেনা সমর্থক। কিন্তু এতকিছুর সুবিধে তুলতেই পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লজ্জার হার রেড ডেভিলসদের। দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রােনাল্ডোকে মাঠে দূরবীন দিয়ে খুঁজতে হল। অন্যদিকে পর্তুগিজ স্ট্রাইকারের ডেরায় এসে হ্য়াটট্রিক করে দলকে জিতিয়ে গেলেন মহম্মদ সালাহ।
ম্যান ইউতে আসার পর থেকে প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন রোনাল্ডো। এই ম্যাচেও নজর ছিল তাঁর দিকেই। কিন্তু এদিন গোটা ম্য়াচে নিজের ছায়া হয়েই থেকে গেলেন সি আর সেভেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল লিভারপুল। খেলা শুরুর ৫ মিনিটেই প্রথম গোল পায় লিভারপুল। কেইটার গোলে এগিয়ে যায় তারা। এরপর ১৩ মিনিটের মাথায় ফের গোল। এবার দিয়েগো জটা ব্যবধান বাড়ান লিভারপুলের হয়ে। এরপর প্রথমার্ধে ২ টো গোল করেন মহম্মদ সালাহ। ম্যাচের ৩৮ ও ৪৫ মিনিটের মাথায় গোল করেন মিশরীয় স্ট্রাইকার। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও ১ গোল করেন সালাহ। কিন্তু ম্যান ইউ কোনওভাবেই পারেনি ম্যাচে আর ফিরতে পারেনি। এই জয়ের ফলে ফের প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল লিভারপুল। অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নেমে গেল সপ্তম স্থানে। এদিনই অন্য একটি ম্যাচে এল ক্লাসিকোয় মুখােমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই ম্যাচেও বার্সা হেরে গেল রিয়ালের কাছে। ২-১ ব্যবধানে হেরে গেল কাতালানরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) আটটি দল থেকে বেড়ে দশটি দলের টুর্নামেন্টে পরিণত হতে চলেছে। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আপাতত দুটি নতুন দলের জন্য সম্ভাব্য ক্রেতা খোঁজে রয়েছেন। সূত্রের খবর, বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন, দল কেনার দৌড়ে নাম লেখাতে চলেছেন।
২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন দুটি আইপিএল দলের জন্য বিড করছেন। তাঁদের যোগ্যতা পরীক্ষা করা হতে পারে কারণ দুটি নতুন দলের দর উঠতে পারে তিন হাজার কোটি টাকা পর্যন্ত। আইপিএল দল কেনার দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড (Man United) কর্তা গ্লেজার পরিবার (Glazer family), এক আমেরিকান কনসর্টিয়াম, একটি ফার্মা সংস্থা ও আরপিজি গোয়েঙ্কার কর্তারা।
আইপিএলের ২০২২ সালের মরসুমে, বিসিসিআই নতুন দুই দলের টেন্ডার ডকুমেন্ট কেনার ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, কিছু শর্ত মানলে বিদেশি বিনিয়োগকারীরাও দর জমা দিতে পারেন, কিন্তু বিসিসিআই কোনও বিদেশি সংস্থা বাছতে ইচ্ছুক নয়। খবর অনুযায়ী, তারা ভারতীয় ক্রেতারই খোঁজ করছেন।