Mohammedan Sporting: ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়, কলকাতা লিগ জয়ের আরও কাছে মহমেডান
Calcutta Football League 2023: আগামী ২৯ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে নামবে তারা। সেই ম্যাচ জিতলেই সিএফএ খেতাব জয় নিশ্চিত করবে মহমেডান।
কলকাতা: আরও একটা জয়। কলকাতা লিগ (Calcutta League 2023) জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে মহমেডান এসসি (Mohammedan Sporting SC)। ডায়মন্ড হারবারের (Diamond Harbour Fc) বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল সাদা কালো ব্রিগেড। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই কলকাতা লিগ (Calcutta League 2023) জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল চেরনিশভের দল। সাদা কালো ব্রিগেডের হয়ে গোল করলেন আঙ্গুসানা এবং ডেভিড। এই ম্যাচ জয়ের পর শুধুমাত্র ৪১ পয়েন্ট ঝুলিতে মহমেডানের। আগামী ২৯ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে নামবে তারা। সেই ম্যাচ জিতলেই সিএফএ খেতাব প্রায় নিশ্চিত হয়ে যাবে।
এদিন খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। কোনও দল গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আঙ্গুসানা প্রথম খাতা খোলেন মহমেডানের হয়ে। স্যামুয়েলের ইনসুইং সেন্টার থেকে গোলটি করেন আঙ্গুসানা। এরপর অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল করলেন চলতি কলকাতা লিগে সাড়া জাগানো পারফরম্যান্স করা ডেভিড লালহানসাঙ্গা। লিগে এখনও পর্যন্ত ২০ গোল করে ফেললেন মিজোরামের এই স্ট্রাইকার। ডুরান্ডের পর লিগেও সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন ডেভিড। তবে এদিন মহমেডানের তেকাঠির নীচে অনবদ্য ছিলেন শিলিগুড়ির ছেলে পদম ছেত্রী।
লিগ পর্ব ও সুপার সিক্স মিলে এই মুহূর্তে সবার শীর্ষে রয়েছে মহমেডান। লিগের ১২টি ম্যাচ ও সুপার সিক্সের ৪টি ম্যাচ খেলেছে মহমেডান। অন্যদিকে ইস্টবেঙ্গলের ১২টি লিগ ম্য়াচ ও ২টো সুপার সিক্সের ম্যাচের পর পয়েন্ট ৩৩। এই পরিস্থিতিতে মোহনবাগান ম্যাচ জিতলেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মহমেডান। তবে যদি তাঁরা হেরে যায় ও ইস্টবেঙ্গল তাদের শেষ তিনটি ম্যাচে জিতে যায় তবে লাল হলুদ এবারের সিএফএল ঘরে তুলবে।
কাল বেঙ্গালুরুর বিরুদ্ধে আইএসএলে নামছে সবুজ মেরুন বাহিনী
মরশুমের শুরুটা যথেষ্ট ইতিবাতক ভাবে করলেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো মনে করেন, এখনও অনেক কাজ বাকি এবং এখনও অনেক সংশোধনের কাজ করতে হবে দলকে। গত শনিবার চলতি আইএসএলে তাদের প্রথম ম্যাচে দাপুটে ফুটবল খেলে পাঞ্জাব এফসি-কে হারায় মোহনবাগান এসজি। তার আগে এএফসি কাপের গ্রুপ পর্বের খেলাও শুরু করেছে তারা। প্রথম ম্যাচে ওডিশা এফসি-কেও ভুবনেশ্বরে গিয়ে হারিয়ে এসেছে তারা। সেই ম্যাচেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখায় সবুজ-মেরুন বাহিনী। মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জয়ের কথা এখনও নিশ্চয়ই কেউ ভোলেনি।