Mother's Day 2022: ''মা সবসময়ই স্পেশাল'', বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সচিন, কোহলিদের
Mother's Day 2022 Special: মায়েদের বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় মাদার্স ডে সেলিব্রেট করতে দেখা গেল ভারতীয় ক্রিকেট তারকাদের। মায়েদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন ভারতীয় ক্রীড়াবিদরা।
মুম্বই: 'মা'। এই একটা শব্দের মধ্যে রয়েছে মায়া, মমতা, আদর, স্নেহের সংমিশ্রণ। এই একটা নামের মধ্যে রয়েছে হাজারো প্রতিকূলতা ছাপিয়ে লড়াইয়ের কাহিনী। আজ সেই মায়েদের দিন। আর এই বিশেষ দিনে মায়েদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিংহের মতো তারকারা।
সচিনের মা-কে নিয়ে পোস্ট
নিজের সোশ্য়াল মিডিয়ায় পায়ের একটি ছবি পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা যাচ্ছে যে একটি বিড়ালও রয়েছে। ক্যাপশনে সচিন লিখেছেন, ''আমাদের মাথায় অনেক চিন্তা থাকে। কিন্তু মায়েদের মূল চিন্তা তাঁর সন্তানকে নিয়ে। সন্তান ঠিকমতো খাচ্ছে কি না, ঠিকমতো রয়েছে কি না, তা ভাবেন তাঁরা সবসময়। এটাই মায়েদের ভালবাসা। ইনি আমার মা। আর তার সঙ্গে রয়েছে আমাদের নতুন সদস্য এই বিড়ালটি। ওর সঙ্গে আমাদের বন্ডিং দারুণ। মা খেলে তবেও ও খাবে।''
মা-ও স্ত্রী-কে নিয়ে যুবরাজের পোস্ট
নিজের মা ও স্ত্রী-কে নিয়ে ছবি দিয়ে পোস্ট করেছেন যুবরাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ''হ্যাপি মাদার্স ডে। আমি আমার জীবনের সেরা ২ নারীকে শুভেচ্ছা জানাতে চাই। অসাধারণ ২ জন মহিলা। অসাধারণ মা হিসেবেও তোমরা নিজেদের প্রমাণ করেছ প্রতিদিন। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এভাবে সবকিছুকে একসঙ্গে নিয়ে চলার জন্য।''
Wishing a very Happy Mother’s Day to the two most amazing women in my life 🤗❤️ it takes amazing women to become amazing moms and you both prove this each day! Thank you for always holding everything together 🙇🏻💝 @hazelkeech #HappyMothersDay2022 pic.twitter.com/BH8OFlcThb
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 8, 2022
মাতৃদিবসে বিরাটের পোস্ট
প্রাক্তন ভারত অধিনায়ক ও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও মাতৃদিবসে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ''পৃথিবীর সব মায়েদের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা। মায়েদের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। হ্যাপি মাদার্স ডে।''