ধোনির ইনিংসে আপ্লুত সহবাগ, ট্যুইটারেও ঝড়
Congratulations to the boys. Good to win this. Excellent knock from Dhoni ,kept everybody on the edge of their seats. But Chris Gayle ,the Universe Boss was magnificent. Our spinners did well to contain in the middle overs. #KXIPvCSK
— Virender Sehwag (@virendersehwag) April 15, 2018
গতকাল শেষ পাঁচ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৭৬ রান। সেই অবস্থা থেকে ধোনি দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। তাঁর ৪৪ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংস আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা। পিঠে যন্ত্রণা নিয়েও ধোনি যে ইনিংস খেলেছেন, তা ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন।
CSK loses, but Dhoni clearly the winner tonight. Unbelievable knock! 🙏🙏🙏#CSKvsKXIP
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) April 15, 2018
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৭ রান করে কিংস ইলেভেন পঞ্জাব। ক্রিস গেইল ৬৩ এবং লোকেশ রাহুল ৩৭ রান করেন। জবাবে ৫ উইকেটে ১৯৩ রান করে চেন্নাই। শেষ তিন বলে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। কিন্তু প্রথম দু’বলে কোনও রান করতে পারেননি ধোনি। শেষ বলে অবশ্য তিনি ছক্কা মারেন। কিন্তু তাতে জয় আসেনি। ফলে ট্র্যাজিক নায়ক হয়েই মাঠ ছাড়তে হল চেন্নাইয়ের অধিনায়ককে। যদিও তিনি বুঝিয়ে দিলেন, এখনও ফুরিয়ে যাননি।
That was quite a show by MS Dhoni. Love watching his interviews, loved when he mentioned God has given him enough power he doesn't need to use his back to hit sixes(referring to injury). Kings 11 will be delighted with this win #KXIPvCSK
— Mohammad Kaif (@MohammadKaif) April 15, 2018
ধোনির একসময়ের সতীর্থ বীরেন্দ্র সহবাগ এখন কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর। তিনি ডাগআউটে বসে এই ইনিংস দেখেছেন। নিজের দল জেতায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে সহবাগ। তবে তিনি ধোনির ইনিংস দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।
Dhoni’s knock was a wonderful reminder of what he can do if he bats higher up the order....most bowlers still don’t know where to bowl to him in the death overs. You see fear in their eyes... #Mahi #KXIPvCSK #IPL
— Aakash Chopra (@cricketaakash) April 15, 2018
No matter the result. MS Dhoni showing why you should never write off a legend! #Dhoni #IPL #CSK
— Alexandra Hartley (@AlexHartley93) April 15, 2018
Only the third time in his IPL career MS Dhoni has ended on a losing side despite remaining not out in a chase.
Two of these instances have come against Kings XI Punjab.#KXIPvCSK #IPL2018
— Rajneesh Gupta (@rgcricket) April 15, 2018