এক্সপ্লোর
Advertisement
দেড় বছর পর প্রথম ম্যাচ খেলল, সেরা ফর্মে ফিরতে সময় লাগবে ধোনির, মন্তব্য সৌরভের
বিসিসিআই সভাপতি আরও জানিয়েছেন, ঘরের মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ যাতে আয়োজন করা সম্ভব হয়, তার জন্য সবরকমভাবে চেষ্টা করা হবে।
আবু ধাবি: চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল-এ তিনটি ম্যাচ খেলে ফেললেও, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে এখনও সেরা ফর্মে পাওয়া যায়নি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফিরে এসে তাঁর ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে বলেই মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২ বল খেলে কোনও রান করতে পারেননি ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৭ বল খেলে ২৯ রানে অপরাজিত থাকেন সিএসকে অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১২ বল খেলে ১৫ রান করেন তিনি।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘প্রায় দেড় বছর পরে প্রথম ক্রিকেট ম্যাচ খেলল ধোনি। বর্তমান পরিস্থিতিতে ওর পুরনো ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগবে। তুমি যত ভাল ক্রিকেটারই হও না কেন, দীর্ঘদিন পর মাঠে ফিরে ভাল খেলা সহজ নয়। কিছুটা সময় লাগবে। ধোনি যখন সেরা ফর্মে ছিল, তখন আমি ধারাভাষ্যকার ছিলাম। আমি তখন বলেছিলাম, ওর চার নম্বরে ব্যাট করা উচিত।’
বিসিসিআই সভাপতি আরও জানিয়েছেন, ঘরের মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ যাতে আয়োজন করা সম্ভব হয়, তার জন্য সবরকমভাবে চেষ্টা করা হবে। ঘরোয়া প্রতিযোগিতাগুলিও শুরু হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement