এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
‘চ্যাম্পিয়ন্স ট্রফিই ঠিক করে দেবে মাহির ভবিষ্যত’
কলকাতা: কিছুদিন আগেই ভারতের সীমিত ওভারে দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক পদ ছাড়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি শতরান সহ বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। এখন নিজের রাজ্য ঝাড়খণ্ডের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলছেন মাহি। আর মাস তিনেকের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি। (ইংল্যান্ডে ১ জুন থেকে ১৮ জুন)। ২০১৩-তে এজবাস্টনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত। এবার ধোনি দলের সাধারণ ক্রিকেটার হিসেবে খেলবেন। অনেকের মনেই প্রশ্ন, মেন ইন ব্লু-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষবারের মতো দেখা যাবে ধোনিকে? এই প্রশ্নের জবাব পাওয়া গেল মাহির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ধোনির পাখির চোখ চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিই ওর ভবিষ্যত ঠিক করে দেবে। এই টুর্নামেন্টে সফল হলে ও ২০১৯-র বিশ্বকাপ পর্যন্ত খেলে দিতে পারে।
কলকাতায় একটি অনুর্ধ্ব ১৪ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন কেশব। বিশ্বের অন্যতম সেরা ফিনিসার এবং ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি মস্তিষ্ক এখনও তীক্ষ্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, এটা খুব স্বাভাবিক যে, বয়সের সঙ্গে সঙ্গে একইরকম স্ট্রাইকরেট রেখে চলা যাবে না। কিন্তু ওর ইচ্ছাশক্তি ও ম্যাচ অ্যানালিসিসের মতো দুটো বিশেষ ক্ষমতাই ওকে আলাদা করে দিয়েছে সবার থেকে।
টেস্টের মতোই সীমিত ওভারের দলের অধিনায়ক পদ থেকে আচমকাই সরে গিয়েছেন ধোনি। এ ব্যাপারে তাঁর ছোটবেলার কোচ বলেছেন, তাকে কেউ সরে যেতে বলুক, তা ধোনির একেবারেই না-পসন্দ। তাই কেউ আঙুল তোলার আগেই ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছে। কেশব আরও বলেছেন, ধোনি যে কোনও সিদ্ধান্ত একাই নেয়। ওর টেস্ট থেকে অবসরের কথা ওর সব থেকে প্রিয় বন্ধু, এমনকি, বাবা-মা ও জানত না।
তবে যে ভাবে পুণে সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে তাঁরে সরিয়ে দেওয়া হল তাতে খুবই অসন্তুষ্ট ধোনির ছোটবেলার কোচ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement