Mumbai Cricket Association: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভিনব সম্মান গাওস্কর, বেঙ্গসরকারকে
Mumbai Cricket Association: ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি হসপিটালিটি বক্স করা হয়েছে সুনীল গাওস্করের নামে। ৭২ বছরের গাওস্কর ১৯৭১ সালে ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।
![Mumbai Cricket Association: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভিনব সম্মান গাওস্কর, বেঙ্গসরকারকে Mumbai Cricket Association honours Sunil Gavaskar with hospitality box Dilip Vengsarkar with stand Mumbai Cricket Association: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভিনব সম্মান গাওস্কর, বেঙ্গসরকারকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/30/754a1b7dab1811b92b84f1380cda1aaf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তাঁরা ২ জনই মুম্বয়ের প্রাক্তন ক্রিকেটার। তাঁরা ২ জনের ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। এবার ঘরের ছেলেদের সম্মান জানালো মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশাল অনুষ্ঠানের মাধ্যমে এই ২ প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানানো হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি হসপিটালিটি বক্স করা হয়েছে সুনীল গাওস্করের নামে। ৭২ বছরের গাওস্কর ১৯৭১ সালে ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।
অন্য এক প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকারকেও সম্মান জানালো এমসিএ। তাঁর নামে দিলীপ বেঙ্গসরকার স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ১১৬ টেস্ট খেলা এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাচকও ছিলেন। অনুষ্ঠানে এই ২ জন ছাড়াও উপস্থিত ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, সচিন তেন্ডুলকর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ আরও অনেকেই।
কিংবদন্তি সুনীল গাওস্কর মনে করেন ভারতীয় একাদশে ২ টো বদল হতে পারে কিউয়িদের বিরুদ্ধে। আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচে হার্দিক পাণ্ড্যর খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। বোলিং না করতে পারলে তাঁকে কেন খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট সেই প্রশ্ন উঠেছিল। গাওস্কর বলেন, 'নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে হার্দিককে বসানো যেতে পারে। ওঁ যদি বল না করতে পারে, তাহলে ওঁকে খেলানোর থেকে ঈশান কিষাণকে খেলানো যেতে পারে। একই সঙ্গে বোলিং লাইন আপেও ভুবনেশ্বর কুমারের বদলি হিসেবে শার্দুলকে খেলানো হতে পারে। তবে অতিরিক্ত যদি একাদশে বদল করানাে হয়, তবে তা মনস্তাত্ত্বিকভাবে প্রতিপক্ষকে সুবিধে পাইয়ে দেওয়া। ওঁরা ভাববে যে আমরা চাপে রয়েছি।'
পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছিল বিরাটদের। যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপের মঞ্চে এই প্রথম হার ভারতীয় দলের। টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেছে। দলের মুখ্য বোলার মহম্মদ শামিকে ট্রোলের শিকার হতে হয়েছে জঘন্যভাবে খারাপ পারফরম্যান্সের জন্য। তবে ইউসুফ আশাবাদী টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলবে। ট্রফিও জিতবে। তিনি বলেন, 'একটি মাত্র ম্যাচ ভারত হেরেছে। পাকিস্তানের বিরুদ্ধে হার মানেই টুর্নামেন্ট থেকে কিন্তু বেরিয়ে যায়নি ভারত। এই ছেলেদের যা ক্ষমতা রয়েছে, তাতে এখান থেকেও ফাইনাল খেলা ও ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। ওঁরা সবাই জানে কীভাবে কামব্যাক করতে হয়। আমি চাই এখান থেকেই বিশ্বকাপ জিতুক ভারতীয় দল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)