এক্সপ্লোর

Sachin Birthday: সচিনের জন্মদিন উপলক্ষ্য়ে বিশেষ সেলিব্রেশনের আয়োজন করল মুম্বই ইন্ডিয়ান্স

Sachin Tendulkar: ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন।

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই জীবনের ক্রিজে অর্ধশতরান হাঁকাবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই উপলক্ষ্যেই আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে সচিনের জন্মদিন উপলক্ষ্যে দুরন্ত সেলিব্রেশনের আয়োজন করেছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। দর্শকদের জন্য আজকের ম্যাচে একাধিক সারপ্রাইজও অপেক্ষা করা হয়েছে।

সচিনের জন্মদিন সেলিব্রেশন

আজকের ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্স ২৫ এপ্রিল আবার মাঠে নামলেও, সেই ম্যাচ আমদাবাদে খেলা হবে। তাই সচিনের জন্মদিনের আগে আজই মুম্বইয়ের শেষ ম্যাচ। সেই কারণে আজই সচিনের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়। সচিন আজ থেকে ১০ বছর আগেই মুম্বইয়ের এই ওয়াংখেড়ে ময়দানেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। আবার তিনি ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামতেন। সেই কারণেই মুম্বইয়ের তরফে প্রথম ইনিংসের দশম ওভার শেষে মাঠে উপস্থিত সকলকে সচিন, সচিন রব তোলার জন্যও আহ্বান করা হয়েছে। এছাড়া মাঠে সচিনের ছবি দেওয়া মাস্ক পরিহিত সমর্থকদেরও দেখা যাবে বলে মুম্বইয়ের তরফে জানানো হয়েছএ। 

আজই আবার মুম্বইয়ে সচিন কাটলেন পেল্লাই কেকও। আসলে ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সেই ইনিংসের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটলেন তিনি। মুম্বইয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিনের অসংখ্য অনুরাগীও।

কেক কাটলেন সচিন

সালটা ১৯৯৮। কোকাকোলা কাপের ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৫ রান বোর্ডে তুলেছিল অজি শিবির। বিশাল রানের লক্ষ্যমাত্রা। তার ওপর আবার ইনিংসের বিরতিতে ঝড় ওঠে শারজায়। যার জন্য ওভার ও লক্ষ্যমাত্রা কিছুটা কমে ভারতের জন্য। পরিবর্তিত লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬ ওভারে ২৭৭। সেই সময়কার দিনে বিশ্বের যে কোনও পিচে আড়াইশোর বেশি রান তাড়া করা বেশ কষ্টসাধ্য বিষয় মানা হত। কিন্তু ভারতীয় দল হাল ছেড়ে দেয়নি। সচিন ১৪৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন শারজার দর্শকদের। সেই সময় অস্ট্রেলিয়ার তারকাখচিত বোলিং লাইন আপে ছিলেন শেন ওয়ার্ন, ড্যামিয়েন ফ্লেমিং, মাইকেল কাসপ্রোয়িচের মতো তারকারা। কিন্তু তাঁদের বোলিংকেও সেদিন ক্লাবস্তরে নামিয়ে এনেছিলেন সচিন। একের পর এক দর্শনীয় শট। বেশ কয়েকবার গ্যালারিতে ফেললেন বল। ম্যাচের ৪৩ তম ওভারে যখন আউট হলেন সচিন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১৩১ বলে ১৪৩ রান। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন সচিন।

সেই ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে সচিন বলেন, ''আমি এখনও বিশ্বাস করতে পারি না যে সেই ইনিংসটির ২৫ বছর হয়ে গেল। এখন আমার ২৫ বছরের মেয়ে ও ২৩ বছরের ছেলে রয়েছে। কীভাবে সময় চলে যায়, বোঝাই যায় না। আমরা প্রতিনিয়ত আরও অভিজ্ঞতাসম্পন্ন হই। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমাকে ক্রিকেটের ব্যাট হাতে তুলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই একটি জিনিসই সারাজীবন ভালবেসে গিয়েছি।''

আরও পড়ুন: মুখে ভয়ডরহীন, ভেতরে ভয়? ধোনি-আতঙ্কের দাওয়াই খুঁজতেই মগ্ন কেকেআর

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: দার্জিলিং ও কালিম্পঙে লাল সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
দার্জিলিং ও কালিম্পঙে লাল সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Leader of Opposition: লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল
লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল
UEFA Euro 2024: বড় অঘটন, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া, ড্র হল ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ
বড় অঘটন, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া, ড্র হল ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ
Krishna Chakraborty: পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..
পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..
Advertisement
metaverse

ভিডিও

Net-Neet Scam: নিট-প্রশ্নফাঁসকাণ্ডের মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়ার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য CBI-র হাতেChess Felicitation: সারা বাংলা দাবা সংস্থার উদ্য়োগে উদীয়মান দাবাড়ুদের সম্বর্ধনার আয়োজন। ABP Ananda LiveArvind Kejriwal: তিহাড় জেলে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে জেরা করল সিবিআই | ABP Ananda LIVEBidhannagar: বিধাননগর পুরসভায় মিউটেশন করতে গেলে দিতে হবে না সার্ভিস চার্জ, নির্দেশ কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: দার্জিলিং ও কালিম্পঙে লাল সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
দার্জিলিং ও কালিম্পঙে লাল সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Leader of Opposition: লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল
লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল
UEFA Euro 2024: বড় অঘটন, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া, ড্র হল ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ
বড় অঘটন, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া, ড্র হল ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ
Krishna Chakraborty: পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..
পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..
Oath Taking Ceremony : দেশজুড়ে শোরগোলের মধ্যেই
দেশজুড়ে শোরগোলের মধ্যেই "#Re-NEET" লেখা টি-শার্ট পরে শপথ সাংসদের, সংসদে উত্তপ্ত বাক্য-বিনিময়
AFG vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে গুলবদিনের 'অস্কারজয়ী পারফরম্যান্স' সম্পর্কে কী বললেন অধিনায়ক রশিদ?
বাংলাদেশের বিরুদ্ধে গুলবদিনের 'অস্কারজয়ী পারফরম্যান্স' সম্পর্কে কী বললেন অধিনায়ক রশিদ?
Kalker Rashiphal (26 June, 2024): তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন; বুধবার কার ভাগ্যে কী ?
তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন; বুধবার কার ভাগ্যে কী ?
AFG vs BAN: রশিদের চোখে জল, আফগানরা টি-২০ বিশ্বকাপের সেমিতে পৌঁছতে কাবুল থেকে কান্দাহার উৎসবের আমেজ সর্বত্র
রশিদের চোখে জল, আফগানরা টি-২০ বিশ্বকাপের সেমিতে পৌঁছতে কাবুল থেকে কান্দাহার উৎসবের আমেজ সর্বত্র
Embed widget