এক্সপ্লোর
Advertisement
আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে টেস্টে আর উইকেটকিপিং করবেন না, সিদ্ধান্ত মুশফিকুর রহিমের
উইকেটকিপিংয়ের জন্য মাঝেমধ্যেই সমালোচিত হতে হয়েছে মুশফিকুরকে।
ঢাকা: চোট-আঘাত এড়িয়ে আরও কয়েক বছর যাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন, সেই লক্ষ্যে টেস্টে আর উইকেটকিপিং না করার সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। তিনি আজ জানিয়েছেন, ‘আমি আর টেস্টে উইকেটকিপিং করতে চাই না। আগামীদিনে অনেক ম্যাচ আছে। আমি সব ফর্ম্যাটেই খেলি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও আমি ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলি। সেই কারণে আমার উপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে মনে হচ্ছে। সেটা যাতে না হয়, সেই কারণেই টেস্টে উইকেটকিপিং না করার সিদ্ধান্ত নিয়েছি।’
উইকেটকিপিংয়ের জন্য মাঝেমধ্যেই সমালোচিত হতে হয়েছে মুশফিকুরকে। তবে তিনি জানিয়েছেন, ‘সমালোচনা নতুন নয়। এমন নয় যে শুধু গত এক বছর ধরেই আমার সমালোচনা হচ্ছে। সবাই শাকিব আল হাসান নয় যে ব্যাটিং ও বোলিংয়ে সবসময় ১০০ শতাংশ দেবে। আমার ব্যাটিং ও উইকেটকিপিং হয়তো সমান ছিল না। আমার হয়তো কিছু খামতি থেকে গিয়েছে। সেটা হলে আমাকে সব ফর্ম্যাটেই উইকেটকিপিং ছেড়ে দিতে হবে।’
কয়েকদিন পরেই ভারত সফরে আসছে বাংলাদেশ। টেস্টের দল এখনও ঘোষণা করা হয়নি। তবে টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলে আছেন মুশফিকুর। তাঁর টেস্ট দলেও থাকা প্রায় নিশ্চিত। তিনি টেস্ট সিরিজে কিপিং না করলে উইকেটের পিছনে অন্য কাউকে দেখা যাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement