এক্সপ্লোর
আমার ছেলে বড় হয়ে গর্ব করে বলতে পারবে, ধোনির সঙ্গে খেলেছে: ইমরান তাহির
এর আগে গত বছরও ধোনির প্রশংসা করে তাহির বলেছিলেন, ‘ধোনি একজন অসাধারণ নেতা। ও মানুষ হিসেবেও খুব ভাল। ও সবার কাছেই অনুপ্রেরণা। ও সবসময় সাহায্য করে।’

Imran Tahir of Chennai Super Kings and MS Dhoni (c) of Chennai Super Kings are all smiles after asking for the DRS during match 23 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Chennai Superkings and the Kolkata Knight Riders held at the M. A. Chidambaram Stadium in Chennai, Tamil Nadu on the 9th April 2019 Photo by: Ron Gaunt /SPORTZPICS for BCCI
নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংসে ধোনির অধিনায়কত্বে খেলেছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির। উইকেট নেওয়ার পর সারা মাঠ জুড়ে দৌড়ের জন্য তিনি বিখ্যাত। এই স্পিনার এবার ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তিনি লাইভ ইউটিউব চ্যাটে জানিয়েছেন, তাঁর ছেলে গিরবান যখন বড় হবে, ধোনির সঙ্গে সময় কাটানো নিয়ে গর্ব করতে পারবে। ধোনিকে দুর্দান্ত অধিনায়ক এবং অসাধারণ মানুষ হিসেবেও উল্লেখ করেছেন তাহির। এর আগে গত বছরও ধোনির প্রশংসা করে তাহির বলেছিলেন, ‘ধোনি একজন অসাধারণ নেতা। ও মানুষ হিসেবেও খুব ভাল। ও সবার কাছেই অনুপ্রেরণা। ও সবসময় সাহায্য করে।’
Jr. #ParasakthiExpress and Jr. Watto having a sprint face-off and a lightning joins them! Priceless! @msdhoni #JustThalaThings #WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/bIGEgedZYW
— Chennai Super Kings (@ChennaiIPL) April 6, 2019
গত মরসুমের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতার পর তাহির ও শেন ওয়াটসনের ছেলের সঙ্গে মজার ছলে দৌড় প্রতিযোগিতায় নামেন ধোনি। পরে তিনি গিরবানকে কোলে তুলে নেন। ওই দু’টি বাচ্চা ধোনির সঙ্গে এই দৌড় উপভোগ করে। সেই ঘটনা প্রসঙ্গে তাহির বলেছেন, ‘আমার ছেলের কাছে ওটা বিশেষ মুহূর্ত ছিল। আমি মাহিভাইয়ের কাছে কৃতজ্ঞ। উনি অসাধারণ মানুষ এবং দুর্দান্ত অধিনায়ক। উনি গিরবানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। গিরবান বড় হয়ে বলতে পারবে, ও বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের সঙ্গে খেলেছে। মাহিভাই যেভাবে বাচ্চাদের সঙ্গে মেশেন, সেটা আমার খুব ভাল লাগে। তাঁর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে।’ খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















