Saudi Pro League: বেঞ্জেমার পথ ধরেই এবার আল ইত্তিহাদে যোগ কন্তের, খেলবেন সৌদি প্রো লিগে
N' Golo Kante: রোনাল্ডো সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলতে যোগ দিয়েছিলেন। এরপর বেঞ্জেমা রিয়াল ছেড়ে কিছুদিন আগেই আল ইত্তিহাদে যোগ দেন। এবার বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের আরও এক ফুটবলার সেই পথেই হাঁটলেন।
রিয়াধ: সৌদি প্রো লিগে (Saudi Pro League) খেলতে চলেছেন এনগোলো কন্তে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমার পর এবার কন্তে। ইউরােপের তারকা ফুটবলাররা একে একে সৌদির ক্লাবে পাড়ি জমাতে চলেছেন। সবার প্রথম রোনাল্ডো সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলতে যোগ দিয়েছিলেন। এরপর বেঞ্জেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে কিছুদিন আগেই আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। এবার তাঁরই বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের আরও এক ফুটবলার কন্তে যোগ দিলেই আল ইত্তিহাদেই। সৌদির ক্লাবটি নিজেদের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করে নিশ্চিত করেছে কন্তের আল ইত্তিহাদে যোগ দেওয়ার খবরটি। উল্লেখ্য, চেলসির হয়ে খেলেছেন কন্তে এর আগে। চেলসির হয়ে কন্তে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা এবং ইউরোপা লিগ জিতেছেন।
View this post on Instagram
স্পেনের ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আগেই জানিয়েছিলেন যে ১০০ মিলিয়ন ইউরোতে ৪ বছরের জন্য আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করছেন কন্তে। সেই মতোই এবার সত্য়ি সত্যিই সৌদির ক্লাবটিতে যোগ দিলেন কন্তে। মেডিক্যাল টেস্টেও পাশ করে গিয়েছেন তিনি।
তাঁকে নিয়ে জোর জল্পনা চলছিল। আসন্ন মরসুমে কোথায় খেলতে দেখা যাবে করিম বেঞ্জেমাকে? রিয়াল মাদ্রিদ ছেড়ে কোন ক্লাবে যোগ দেবেন ফরাসি তারকা?
জল্পনার অবসান হল। সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলবেন বেঞ্জেমা। বুধবার আনুষ্ঠানিকভাবে হয়ে গেল ঘোষণা। সৌদি প্রো লিগে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম করিম বেঞ্জেমা দ্বৈরথ অন্যতম আকর্ষণ হতে চলেছে।
শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথেই করিম বেঞ্জেমা হাঁটতে চলেছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, সৌদির ক্লাবেই হয়ত খেলতে আগামী মরসুমে দেখা যাবে ফরাসি স্ট্রাইকারকে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। কানাঘুষো শোনা যাচ্ছিল যে, সৌদির ক্লাব আল ইত্তিহাদের জার্সিতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই ফুটবলারকে। জানা গিয়েছিল যে, বেঞ্জেমা তিন বছরের জন্য সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি করতে চলেছেন।
সেই জল্পনাতেই সিলমোহর পড়ে গেল। বুধবার আল ইত্তিহাদ ক্লাব সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল, বেঞ্জেমা আসন্ন মরসুমে তাদের হয়েই খেলবেন। তিন বছরের জন্যই ফরাসি তারকার সঙ্গে চুক্তি হয়েছে ক্লাবের। আল ইত্তিহাদের জার্সি হাতে বেঞ্জেমার ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ক্লাবের তরফে।