এক্সপ্লোর
Advertisement
সব আশঙ্কার অবসান, রিওতে নামছেন নরসিংহ
রিও ডি জেনেইরো: দীর্ঘ টালবাহানার পর প্রথম ম্যাচের আগের দিন নরসিংহ যাদবের খেলা নিয়ে অনিশ্চয়তার অবসান হল। রিও অলিম্পিকে কুস্তির ৭৪ কেজি বিভাগে তাঁর লড়াই করতে কোনও বাধা নেই। শুক্রবার সন্ধ্যায় প্রথম বাউটে নামছেন এই কুস্তিগির। তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের জেলিমখান খাদিজিয়েভ।
দেশ ছাড়ার আগে হঠাৎই ডোপিংয়ের অভিযোগ ওঠায় নরসিংহের রিও আসা আটকে যায়। তাঁর অলিম্পিকে যোগ দেওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষপর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে রিও আসেন এই কুস্তিগির। কিন্তু তারপরেও স্বস্তি মেলেনি। ডোপিংয়ের অভিযোগ থেকে তাঁর ছাড় পাওয়ার বিরোধিতা করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) আবেদন করে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা)। তবে এবারও নরসিংহেরই জয় হয়েছে।
এই ভারতীয় কুস্তিগিরের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি রিও অলিম্পিকে ভারতের শ্যেফ দ্য মিশন রাকেশ গুপ্ত। তিনি ওয়াডা-র ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতীয় শিবিরের আশা, রিওতে ভাল পারফরম্যান্স দেখিয়ে সব অভিযোগের জবাব দেবেন নরসিংহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement