Hockey India: হকিতে ভারতের নবজাগরণের অন্য়তম কারিগর তিনি, অলিম্পিক্স পদকজয়ীদের সঙ্গে দেখা করলেন নবীন পট্টনায়েক
Indian Hockey Team: ২০১৮ সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু করেছিল তারা। এরপরই একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্য পেতে থাকে ভারতীয় হকি দল।
ভুবনেশ্বর: ভারতীয় হকি দলের বর্তমান সময়ের দুরন্ত পারফরম্য়ান্সের পেছনে এই মানুষটার অবদান অনস্বীকার্য। টোকিওর পর প্যারিস। পরপর ২ বার অলিম্পিক্সের মঞ্চে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। হরমনপ্রীত, শ্রীজেশ, মনপ্রীতদের এই উত্থানের জন্য পট্টনায়েক সরকারের অবদান রয়েছে। ভারতীয় হকির পুরুষ ও মহিলা দলের মূল স্পনসর ছিল ওড়িশা সরকার। ২০১৮ সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু করেছিল তারা। এরপরই একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্য পেতে থাকে ভারতীয় হকি দল। এবার সেই নবীন পট্টনায়েক দেখা করলেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্যদের সঙ্গে। নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্টও করলেন। দলকে শুভেচ্ছাও জানালেন।
নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে নবীন পট্টনায়েক লিখেছেন, ''ভীষণ খুশি হয়েছি অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের প্লেয়ারদের সঙ্গে দেখা করতে পেরে। হকি এখানে শুধু একটি খেলা নয়। ওড়িশাতে হকি জীবনদর্শনও। এই খেলার সঙ্গে আমাদের স্পেশাল বন্ড রয়েছে। আমি আশা করি এই সাফল্য আগামীতও বজায় থাকবে। ভারতীয় হকি দল আগামীতেও ভাল পারফর্ম করে যাবে এমনভাবেই।''
View this post on Instagram
প্যারিস অলিম্পিক্সে স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জের ম্য়াচে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল। হরমনপ্রীত সিংহ একাই জোড়া গোল করেন। এই ম্য়াচের পরই হকি থেকে অবসর নিয়েছেন পি আর শ্রীজেশ। আর কিংবদন্তি এই গোলরক্ষের অবসরের পরই হকি ফেডারেশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৬ নম্বর জার্সি অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ এক বিবৃতিতে জানিয়েছেন, ''পি আর শ্রীজেশকে সম্মান জানাতে তাঁর জাতীয় দলের ১৬ নম্বর জার্সিটি অবসরের সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া।'' হকি ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে শ্রীজেশকে জুনিয়র ভারতীয় হকি দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজে ৩৬ বছরের প্রাক্তন ভারতীয় হকি প্লেয়ার বলছেন, ''আমি বরবার ভারতীয় হকি দলের কোচ হিসেবে নিজেকে দেখতে চেয়েছিলাম। নিজের কেরিয়ার শেষের পর এই দায়িত্ব সামলাতে চেয়েছি আমি। কিন্তু প্রশ্নটা হল কখন? অবসরের পর আমার এই মুহূর্তে প্রাধান্য আমার পরিবার। পরিবারের সঙ্গে কথা বলব। তাঁরা কি বলে দেখব। এরপরই সিদ্ধান্ত নেব। এখন আমার স্ত্রী আমাকে কি বলেন, সেটাও আমাকে শুনতে হবে।''