এক্সপ্লোর
Advertisement
দেখুন: দিল্লি বনাম চেন্নাই ম্যাচে ওয়াটসনের সঙ্গে ঝামেলা ইশান্ত ও রাবাডার, পরে মিটমাট
নয়াদিল্লি: গত মঙ্গলবার চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে ৪৪ রানের মারমুখী ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শেন ওয়াটসন। কিন্তু তাঁর ইনিংসের সময় দিল্লির দুই বোলার ইশান্ত শর্মা ও কাগিসো রাবাডার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওয়াটসন।
চেন্নাইয়ের ইনিংসের তৃতীয় ওভারে ইশান্ত শর্মা অম্বাতি রায়ডুর উইকেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। ইশান্তকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে হেসে ফেলেন ওয়াটসন। একে দারুণ রেগে যান ইশান্ত। তিনি কাছে গিয়ে ওয়াটসনকে দু কথা শুনিয়ে দেন। ঝামেলা বাড়ছে দেখে এগিয়ে আসেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। তিনি দুজনকে কথাকাটাকাটি থেকে বিরত করেন।
এরপর আবার একটা সময় রাবাডার যাওয়ার পথ ঘিরে দাঁড়িয়ে পড়েন ওয়াটসন। এভারে তাঁকে আটকানোর চেষ্টা দেখে রাবাডা ক্ষুব্ধ হন। ওয়াটসনের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। এরপর অমিত মিশ্রর বলে ওয়াটসন আউট হয়ে যান। খেলোয়াড়দের এই বিবাদ অবশ্য ম্যাচের পরই শেষ হয়ে যায়। দিল্লির হেড কোচ রিকি পন্টিং ওয়াটসন ও রাবাডার মধ্যে মিলমিশ করিয়ে দেন।Watson riles up Ishant & Rabada https://t.co/SnRFkBFbUp
— Ankush Das (@AnkushD86744515) March 26, 2019
At the end of the day, all's well that ends well ???? ???? #SpiritOfCricket #VIVOIPL #DCvCSK pic.twitter.com/o8SnlN9mls
— IndianPremierLeague (@IPL) March 26, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement