IBA Women's World Boxing: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিখাত জারিন
IBA Women's World Boxing Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬ বার সোনা জিতেছেন কিংবদন্তি এমসি মেরি কম। এছাড়া ভারতীয় মহিলাদের মধ্যে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সরিতা দেবী, জেনি আর এল ও লেখা সি।
ইস্তানবুল: মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (IBA Women's World Boxing Championships) ৫২ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের নিখাত জারিন (Nikhat Zareen)। আজ সেমিফাইনালে তিনি ব্রাজিলের ক্যারোলিন ডে আলমেইডাকে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন। বিচারকরা সর্বসম্মতিক্রমেই নিখাতকে বিজয়ী ঘোষণা করেন। ফাইনালে তাইল্যান্ডের জুতামাস জিতপঙ্গের মুখোমুখি হবেন নিখাত।
ভারতের জোড়া ব্রোঞ্জ
তবে নিখাত ফাইনালে উঠলেও, সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অপর দুই বক্সার মণীষা মৌন ও পারভিন হুডাকে। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে ইতালির ইরমা টেস্টার কাছে ০-৫ ফলে হেরে যান মণীষা। অন্যদিকে, ৬৩ কেজি বিভাগের সেমিফাইনালে আয়ারল্যান্ডের অ্যামি সারা ব্রডহার্স্টের কাছে ১-৪ ফলে হেরে যান পারভিন।
সোনা জয়ের লক্ষ্যে নিখাত জারিন
মণীষা ও পারভিন হেরে গেলেও, মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও ভারতের সোনা জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন নিখাত। ২৫ বছর বয়সি এই বক্সার যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এবার সিনিয়র পর্যায়েও সোনা জয়ই তাঁর লক্ষ্য। এ বছরের শুরু থেকেই তিনি বেশ ভাল ফর্মে। ফেব্রুয়ারিতে স্ট্র্যান্ডিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন নিখাত। সোনা জিতেই এই প্রতিযোগিতা শেষ করতে চান তিনি। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই বক্সার যেরকম ফর্মে আছেন, তাতে সোনা জয় খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সেমিফাইনালে অনায়াস জয় তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
মেরি কমের ৬ সোনা
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬ বার সোনা জিতেছেন কিংবদন্তি এমসি মেরি কম। এছাড়া ভারতীয় মহিলাদের মধ্যে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন সরিতা দেবী, জেনি আর এল ও লেখা সি। এবার হায়দরাবাদের বক্সার নিখাতও এই তালিকায় নিজের নাম খোদাই করার লক্ষ্যে।
এখনও পর্যন্ত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা ফল ২০০৬ সালে। সেবার ভারত চারটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছিল।
গতবারও ভারতের ফল ভালই হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অষ্টম পদক পান মেরি কম। তাঁকে অবশ্য ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। রুপো পান মঞ্জু রানি। মোট চারজন ভারতীয় পদক পান। এবারও ভারতের ফল ভাল। নিখাত সোনা পেলে ভারতের ফল আরও ভাল হয়ে যাবে।