এক্সপ্লোর
ম্যারাথন বিতর্কে কবিতার উল্টো সুর
![ম্যারাথন বিতর্কে কবিতার উল্টো সুর No Issues As Far As Im Concerned Says Rio 2016 Olympic Marathoner Kavita Raut ম্যারাথন বিতর্কে কবিতার উল্টো সুর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/24223122/kaqvita-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অলিম্পিক্স ম্যারাথানে জল-বিতর্ক নিয়ে এবার ও পি জৈসার উল্টো সুর সহ-অ্যাথলিটের গলায়৷ জল নিয়ে কোনও সমস্যা হয়নি, ম্যারাথন চলাকালীন যখন প্রয়োজন হয়েছে তখনই জল পাওয়া গিয়েছে কিয়স্কে, দাবি ভারতের অপর এক ম্যারাথন রানার কবিতা রাউতের৷
জৈসা যে ইভেন্টে অংশ নিয়েছিলেন, সেই অলিম্পিক্স ম্যারাথনে অংশ নিয়েছিলেন কবিতাও৷ ১২০ নম্বরে শেষ করেন তিনি৷ রেস শেষ করতে সময় লেগেছিল ২ ঘণ্টা ৫৯ মিনিট ২৯ সেকেন্ড৷ প্রথমে জৈসার পাশাপাশি পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ এনেছিলেন তিনিও৷ কিন্তু, এবার একেবারে উলট পুরান৷
কবিতার দাবি, ‘জৈসা-বিতর্কে আমি জড়াতে চাই না৷ তিনি যে অভিযোগ করেছেন, সে ব্যাপারেও কিছু বলতে চাই না৷ কিন্তু, এব্যাপারে আমার অভিজ্ঞতা অন্যরকম৷ ওয়াটার স্টেশনগুলি কতদূরে ছিল তা বলতে পারব না৷ তবে, আমার যখনই প্রয়োজন হয়েছে, ওয়াটার স্টেশন থেকে জল পেয়েছি৷ কোনও অসুবিধা হয়নি৷’
নিয়ম অনুযায়ী, ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রতি আড়াই কিলোমিটার অন্তর প্রতিটি দেশের একটি করে কিয়স্ক থাকার কথা৷ সেখান থেকেই মেলে জল৷ জৈসার অভিযোগ, তিনি জল পেয়েছিলেন ৮ কিলোমিটার অন্তর৷ এমনকী হাইড্রেশন পয়েন্টে কোনও ভারতীয় আধিকারিকদের দেখাও যায়নি৷ কিন্তু, এই অভিযোগ উড়িয়ে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার দাবি, জৈসা নিজেই জল বা এনার্জি ড্রিঙ্ক নিতে চাননি৷ আর এদিন জৈসার উল্টো সুর কবিতার গলায়৷ কার বয়ান সত্যি? রহস্যভেদ হবে কি ক্রীড়ামন্ত্রকের তদন্ত রিপোর্টে? জানতে অপেক্ষা ক্রীড়ামহলের৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)