এক্সপ্লোর
Advertisement
কোনও বাড়তি চাপ নেই, শুধু দেড়শো কোটি মানুষের প্রত্যাশা ভারত বিশ্বকাপ জিতবে: হার্দিক
“আমি চাই, ১৪ জুলাই আমার হাতে বিশ্বকাপ থাকুক। এমনকি যখনই আমি এটা ভাবি, গায়ে কাঁটা দেয়। আমার পরিকল্পনা খুব সাধারণ, বিশ্বকাপ জিততে হবে।”
নটিংহ্যাম: তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবার ইংল্যান্ডে এসেছে ভারতীয় দল। দেশের তাবড় ক্রিকেট বিশ্লেষকরা তো বটেই তামাম দুনিয়ার আরও অনেক ক্রিকেট বোদ্ধাই এবার বিরাটের দলকে হট ফেভারিট মনে করছে। তার ওপর দক্ষিণ আফ্রিকা, আর অস্ট্রেলিয়াকে হারিয়ে যে সূচনা ভারতীয় দল করেছে, তার ওপর প্রত্যাশা আরও বেড়েছে। দেড়শো কোটি ক্রিকেট প্রেমী চাইছে, ভারত বিশ্বকাপ জিতুক। আর সে কারণেই চাপ আরও বেড়েছে ক্রিকেটারদের।
যেমন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য আইসিসি টিভিকে মশকরা করে বলেছেন, বাড়তি কোনও চাপই নেই তাঁদের। শুধু দেড়শো কোটি ক্রিকেট প্রেমীর প্রত্যাশার কথা মাথায় রাখতে হচ্ছে। তাঁর কথায়, “আমি চাই, ১৪ জুলাই আমার হাতে বিশ্বকাপ থাকুক। এমনকি যখনই আমি এটা ভাবি, গায়ে কাঁটা দেয়। আমার পরিকল্পনা খুব সাধারণ, বিশ্বকাপ জিততে হবে।” স্মৃতিচারণা করে হার্দিক বলেন, “২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পরই স্বপ্ন দেখেছিলাম জাতীয় দলে খেলার। দিন কয়েক আগেই আমার এক বন্ধু সেই সময়ে আমাদের একটি ছবি পাঠিয়ে জিজ্ঞেস করেছে, আমার সেই স্বপ্নের কথা মনে আছে কিনা। তখন আমরা রাস্তায় নেমে আনন্দ করেছিলাম। কারণ সেটা আমাদের কাছে উৎসবের মতো ছিল। আট বছর পর ২০১৯ বিশ্বকাপ খেলা আমার কাছে স্বপ্নের মতোই। ”Hardik Pandya: "I'm a happy soul. I like to be happy, no matter what happens in my life." ????
Ravindra Jadeja: "He's kind of a rockstar, I would say." ???? Find out what makes India's heavy metal all-rounder tick. #CWC19 pic.twitter.com/YFUWN8EOu0 — ICC (@ICC) June 13, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement