এক্সপ্লোর
Advertisement
টি-২০ সিরিজে দল থেকে বাদ পড়া নিয়ে ভাবছি না, টেস্টে ভাল খেলতে হবে, বলছেন কুলদীপ
বিরাট কোহলিরা যখন টি-২০ সিরিজ খেলছেন, তখন ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচ খেলছেন কুলদীপ।
নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজেও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে সেটা নিয়ে চিন্তিত নন কুলদীপ যাদব। এই চায়নাম্যান স্পিনার বলেছেন, ‘এখনও পর্যন্ত আমি সীমিত ওভারের ক্রিকেটে ভালই পারফরম্যান্স দেখিয়েছি। সাদা বলে খেলায় আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। গত দু’টি টি-২০ সিরিজে ভারতীয় দলে সুযোগ না পেলেও আমি চিন্তিত নই। নির্বাচকদের হয়তো মনে হয়েছিল, আমাকে দল থেকে বাদ দেওয়া উচিত। দল হয়তো মনে করেছিল, কিছু বদল আনা দরকার। আমি সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমার কোনও অভিযোগ নেই। আমি এটাকে টেস্টে ভাল খেলার সুযোগ হিসেবেই দেখছি।’
কুলদীপ আরও বলেছেন, ‘(রবিচন্দ্রন) অশ্বিন, (রবীন্দ্র জাডেজা) জাড্ডু আর আমি যখন দলে আছি, তখন সঠিক কম্বিনেশন বেছে নেওয়া কঠিন। সুযোগ কাজে লাগানোর জন্য তৈরি থাকতে হবে। বেশি সুযোগ পাওয়া যায় না। ফলে সবসময় চাপ থাকে। সেই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগাতে হবে।’
বিরাট কোহলিরা যখন টি-২০ সিরিজ খেলছেন, তখন ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচ খেলছেন কুলদীপ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ধারাবাহিকভাবে না খেললে এই ফর্ম্যাটে ভাল পারফরম্যান্স দেখানো কঠিন। নিয়মিত লাল বলের ক্রিকেট না খেললে ছন্দ পেতে সময় লাগে। ধারাবাহিকভাবে সীমিত ওভারের ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ কোনও প্রস্তুতি ছাড়া টেস্ট ম্যাচ খেলতে নামলে ভাল খেলা কঠিন। দীর্ঘসময় ধরে বল করতে হয়, অনুশীলন ম্যাচ খেলতে হয়, কীভাবে উইকেট নিতে হবে সেটা জানতে হয়। সেই কারণে আমার জন্য ভারতীয় এ দলের হয়ে খেলা গুরুত্বপূর্ণ ছিল। যত বেশি ওভার সম্ভব বোলিং করছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement