SA Vs NED, Innings Highlights: বৃষ্টিভেজা শৈলশহরে প্রোটিয়া বোলারদের দাপট সামলে এডওয়ার্ডসের প্রত্যাঘাত, ২৪৬ লক্ষ্য বাভুমাদের
ODI World Cup 2023: সময় নষ্ট হওয়ায় ম্যাচের ওভার সংখ্যা ছেঁটে ফেলা হয়েছে। যাতে নির্ধারিত সময়েই ম্যাচ শেষ করা যায়। ম্যাচ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় যে, দুই দল ৪৩ ওভার করে খেলবে।
ধর্মশালা: টস শুরু হতে (ODI World Cup 2023) তখন আর বেশি দেরি নেই। আচমকা এক পশলা বৃষ্টি হয়ে গেল ধর্মশালায়। পিচ ঢাকা পড়ল কভারে। পিছিয়ে গেল টস। তারপর যখন টস হওয়ার কথা, ফের বৃষ্টি নামল শৈলশহরে। পিছোতে পিছোতে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পরে শুরু হল ম্যাচ। আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ফায়দা তুলতে নেদারল্যান্ডসকে প্রথম ব্যাটিং করতে পাঠালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (SA vs Ned)।
অধিনায়কের সিদ্ধান্ত যে পুরোপুরি সঠিক, সেটা প্রমাণ করলেন প্রোটিয়া বোলাররা। ডাচ ইনিংসকে শুরুতেই ধাক্কা দিলেন। তারপরেও অবশ্য ভদ্রস্থ স্কোর তুলল নেদারল্যান্ডস। যার নেতৃত্বে স্কট এডওয়ার্ডস। ডাচ অধিনায়ক ৬৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেললেন। শেষ দিকে নেমে চালিয়ে খেলে ৯ বলে অপরাজিত ২৩ রান আরিয়ান দত্তের। ম্যাচ জিততে ২৪৬ রান তুলতে হবে প্রোটিয়াদের।
সময় নষ্ট হওয়ায় ম্যাচের ওভার সংখ্যা ছেঁটে ফেলা হয়েছে। যাতে নির্ধারিত সময়েই ম্যাচ শেষ করা যায়। ম্যাচ শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় যে, দুই দল ৪৩ ওভার করে খেলবে।
টসের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, 'আমরা বোলিং করছি এই পরিবেশ ও পরিস্থিতির কথা মাথায় রেখে। বল স্যুইং করবে। এটা বেশ ছোট মাঠ। তাই রানের পুঁজি রক্ষা করাটা সহজ হবে না। আমাদের ভাল শুরু করতে হবে। অভ্রান্ত থাকতে হবে। যদি দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে ওদের অল্প রানে বেঁধে রাখতে পারব। আমরা আত্মবিশ্বাসী। দলের মধ্যেও বিশ্বাস ক্রমশ বাড়ছে।'
অধিনায়কের কথার মর্যাদা রাখতেই যেন ঝাঁপিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। শুরুটা করলেন কাগিসো রাবাডা। বহু যুদ্ধের সেনাপতি। ১৬ বলে ২ রান করে তাঁর বলে ফিরলেন বিক্রমজিৎ সিংহ। সেই শুরু। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকল নেদারল্যান্ডস। সেরা ডাচ তারকা বাস দে লিডকেও তুলে নেন রাবাডাই।
তবে নেদারল্যান্ডসকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। প্রোটিয়া বোলিংয়ের গোলাগুলি সামলে করলেন ঝকঝকে হাফসেঞ্চুরি। বিশ্বকাপে অঘটন ঠেকাতে কঠিন পরীক্ষা দিতে হবে বাভুমা-কুইন্টন ডি'ককদের।
আরও পড়়ুন: ABP Exclusive: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন