World Cup 2023 Semi Final : শামি-সিরাজের দাপটে চুরমার লঙ্কাবাহিনী, ৩০২ রানের রেকর্ড জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
ODI World Cup 2023 Semi Final: ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ শামি।
মুম্বই : ০, ০, ১, ০, ১, ১২, ০, ০, ১২, ১৪, ৫ ! না, কোনও ফোন নম্বর নয়। শ্রীলঙ্কার ব্যাটারদের রান । সৌজন্যে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে পেস বোলিং। ১৯.৪ ওভারে মাচ্র ৫৫ রানে 'বান্ডিল' শ্রীলঙ্কা। ৩০২ রানের বিশাল রানের ব্যবধানে ওয়ারখেড়েতে রেকর্ড জয় ভারতের।
টানা সাত নম্বর ম্যাচে জিতে চলতি বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে বেশ খানিকটা এগিয়ে থেকেই আরব সাগরের তিরে নেমেছিল ভারতীয় দল। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটারদের যেভাবে দুরমুশ করলেন ভারতীয় বোলাররা, তাতে ম্যাচ শেষে সমর্থকদের সোশ্যালে সরস মন্তব্য, সৌভাগ্যবশত আগে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠানো হয়নি, নাহলে একজন ভারতীয় ব্যাটারেরও হাফ সেঞ্চুরি হাঁকানোর সুযোগটুকুই থাকত না।
প্রথম ব্যাট করতে নেমে বিরাট কোহলি (৮৮), শুভমন গিল (৯২) ও শ্রেয়স আইয়ার (৮২) হাফসেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেটে ৩৫৭ রানের বড় স্কোর খাড়া করে ভারত। আর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় পেসারদের দাপটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা।
লঙ্কা বাহিনীর ব্যাটিংয়ের সময় একেবারে প্রথম বলেই ওপেনার নিশাঙ্কাকে (০) সাজঘরে ফিরিয়ে ভারতের দাপটের রেশটা বুঝিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যারপর মহম্মদ সিরাজের ৩ টি ও ম্যাচের সেরা মহম্মদ শামির ৫ উইকেটের সুবাদে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কাবাহিনী। শেষ উইকেটটি রবীন্দ্র জাদেজার।
পাঁচ পাঁচজন লঙ্কা ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে চলতি বিশ্বকাপে শুধু দ্বিতীয়বার ৫ উইকেট নেওয়াই নয়, মোট ৪৫ উইকেট তুলে নিয়ে বিশ্বযুদ্ধের মঞ্চে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার অনন্য নজিরও গড়ে ফেলেছেন মহম্মদ শামি।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ের এমনই দুরবস্থা করেছিলেন ভারতীয় বোলাররা, একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ ও একদিনের ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের লজ্জার মুখে না পড়তে হয় তাঁদের। প্রসঙ্গত, জিম্বাবোয়েকে ৩৫ রানে অল আউট করেছিল শ্রীলঙ্কার। যা একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন। আর বিশ্বকাপের (২০০৩) মঞ্চে কোনও দলের সর্বনিম্ন স্কোর ৩৬। কানাডাকে যে লজ্জা উপহার দিয়েছিল শ্রীলঙ্কাই !
সময়ের কী পরিহাস, সেই শ্রীলঙ্কাই অল্পের জন্য এদিন সেই চূড়ান্ত লজ্জা থেকে বাঁচল। তবে লজ্জা এক হার অবশ্য সঙ্গী হল ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট ও ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। আর ছুটে চলল ভারতের জয়-রথ।
আরও পড়ুন- বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ভারতীয়, ফাইভ স্টার মহম্মদ শামির অনন্য নজির