IND vs AUS: এই উইকেটে ব্যাটিং সহজ নয়, ভারতীয় ইনিংস শেষ হতেই দলকে সতর্ক করেন স্টার্ক
Mitchell Starc: তিনি অস্ট্রেলিয়ার ২০১৫ সালে বিশ্বকাপ (ODI World Cup) জয়ের নায়ক। সেবার তিনিই হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।
আমদাবাদ: তিনি অস্ট্রেলিয়ার ২০১৫ সালে বিশ্বকাপ (ODI World Cup) জয়ের নায়ক। সেবার তিনিই হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। আট বছর পর ফের একটি বিশ্বকাপের ফাইনাল। আর ফের বল হাতে জ্বলে উঠলেন তিনি।
মিচেল স্টার্ক (Mitchell Starc)। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১০ ওভারে ৫৫ রান খরচ করে যিনি তুলে নিলেন তিন উইকেট। শিকারের তালিকায় কারা? দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল ও কে এল রাহুল। সঙ্গে মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসারই। বাঁহাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা ফের একবার প্রকট করে দিলেন স্টার্ক।
ইনিংসের বিরতিতে অস্ট্রেলীয় পেসার বললেন, 'প্রথমত আমরা দুর্দান্ত বোলিং করেছি। এবার ব্যাটারদের কাজ। সিম ও স্যুইং বোলারদের জন্য সেভাবে কোনও সাহায্য় নেই। সেই জন্য আলাদা কিছু করার চেষ্টা করছিলাম। গতির সামান্য হেরফের করার চেষ্টা করছিলাম। প্যাটি (কামিন্স) ও জশ (হ্যাজলউড) দারুণ বল করেছে। শেষের দিকে বল রিভার্স স্যুইংও করেছে। আশা করছি ওদের অল্প রানেই বেঁধে রাখতে পেরেছি। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠেই পরে বোলিং করেছিলাম আর সেই ম্য়াচে শিশিরে সমস্যা হয়েছিল। আজকের উইকেটটা শুকনো এবং আশা করছি দ্বিতীয় ইনিংসে অতটা রিভার্স স্যুইং করবে না।'
The first attack to bowl out India at #CWC23 ☝️🇦🇺 #INDvAUS pic.twitter.com/cthLDxdhlc
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
তবে এই পিচে যে ব্যাট করা খুব একটা সহজ হবে না, জানিয়ে দিয়েছেন স্টার্ক। বলেছেন, 'এই পিচে ব্যাটিং অত সহজ নয়। বল যতক্ষণ নতুন রয়েছে, ব্যাট করা সহজ। 4কারণ তখন বল শক্ত থাকে ও ব্যাটে আসে। ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে বিশ্বকাপের ফাইনালে এরকম পরিস্থিতি সামলাতেই হবে। আর কী চাওয়ার থাকতে পারে!'
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।