Neymar Jr: অবশেষে সিলমোহর, ২ বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিলেন নেমার
Neymar Jr Update: এরপর আজ চুক্তিপত্রে সই করেছেন ব্রাজিল তারকা। ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পিএসজিকে দেওয়া হবে।
রিয়াদ: অবশেষে সম্ভাবনাই সত্যি হল। ২ বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার। মোট চুক্তির অঙ্ক ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকা। মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে নেমারের দলে আসার খবরের নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক কথাবার্তার পর পুরনো ক্লাব পিএসজি ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন নেমার। মেডিক্যাল টেস্টও হয়ে গিয়েছিল তাঁর। এরপর আজ চুক্তিপত্রে সই করেছেন ব্রাজিল তারকা। ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পিএসজিকে দেওয়া হবে। উল্লেখ্য, ফরাসি ক্লাবটির হয়ে ৬ মরসুম খেলেছেন নেমার। পিএসজির জার্সিতে ১৭৩ ম্যাচ খেলে মোট ১১৮ গোল করেছেন। ৫টি খেতাবও জিতেছেন। পিএসজি সভাপতি আল খেলাইফি জানিয়েছেন, ''নেমার সব সময় আমাদের ক্লাবে কিংবদন্তি হিসাবে গণ্য হবেন। ছ’বছর আগে যে দিন প্রথম নেমার পিএসজিতে এসেছিলেন, সেই দিনটি কখনও ভুলব না। আমাদের ক্লাবে তাঁর আবদানের কথাও ভোলা সম্ভব নয়।''
View this post on Instagram
গত বিশ্বকাপের পরই একাধিক তারকা ফুটবলার ধীরে ধীরে যোগ দিয়েছেন সৌদির ক্লাবে। সেই তালিকায় সবার আগে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রয়েছেন করিম বেঞ্জেমা। মেসি পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন আমেরিকার ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি ছাড়ার পরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে নেমারও হয়ত ক্লাব ছাড়তে পারেন। যদিও ২০২৫ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি ছিল নেমারের। তবে এর মাঝেই সৌদির ক্লাবে যোগ দিলেন ৩১ বছরের ফুটবলার।
উল্লেখ্য, মেসিকেও প্রস্তাব দিয়েছিল আল হিলাল। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। মেসি-রোনাল্ডো দ্বৈরথ না দেখা গেলেও এবার নেমার-রোনাল্ডো দ্বৈরথ যে দেখা যাবে সৌদি ক্লাব ফুটবলে তা কিন্তু একপ্রকার নিশ্চিত হয়ে গেল। আল নাসেরের জার্সিতে গত ২ মরসুম ধরে খেলছেন রোনাল্ডো। প্রথম মরসুমে পারফরম্যান্স ভাল না থাকলেও রোনাল্ডো এই মরসুমে আল নাসেরকে সৌদি ক্লাব ফুটবলে খেতাব জিতিয়েছেন।
View this post on Instagram