Lovlina Borgohain: ব্যক্তিগত জীবনে সমস্যায় লভলিনা? কী হল তাঁর?
Boxer Lovlina Borgohain: ২০১৮ সালেই দীর্ঘদিনের প্রেমিক নবনীত গোস্বামীর সঙ্গে ভালবেসে বিয়ে করেছিলেন লভলিনা। সাত পাকে বাঁধা পড়েছিলেন অলিম্পিক্সের পদক জয়ী বক্সার
গুয়াহাটি: রিংয়ে তিনি অপ্রতিরোধ্য। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় বক্সার লভলিনা বড়গোঁহাই। আসন্ন কমনওয়েলথ গেমসের জন্যও যোগ্যতা অর্জন করেছেন। তবে ব্যক্তিগত জীবনে সমস্যায় জর্জরিত ভারতের এই তারকা মহিলা বক্সার। শোনা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন লভলিনা বড়গোঁহাই। ২০১৮ সালেই দীর্ঘদিনের প্রেমিক নবনীত গোস্বামীর সঙ্গে ভালবেসে বিয়ে করেছিলেন লভলিনা। সাত পাকে বাঁধা পড়েছিলেন অলিম্পিক্সের পদক জয়ী বক্সার মাত্র ২০ বছর বয়সে। কিন্তু চার বছরেই সেই সম্পর্কে চিড় ধরল। নিজের ফেসবুকে ভিডিও পোস্টে এই নিয়ে মুখ খুলেছেন লভলিনা।
উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল পারফর্ম করতে পারেননি লভলিনা। তবে কমনওয়েলথ গেমসের জন্য জন্য যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর যেভাবে বারবার প্রচারের আলোয় উঠে আসছিলেন, তা কিছুটা ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করছিল বলে আগেই জানিয়েছিলেন লভলিনা। এবার কি সেই জন্যই তাঁর সম্পর্কও ভাঙতে চলেছে। তবে সূত্রের খবর, জানা যাচ্ছে যে লভলিনার প্রভাব-প্রতিপত্তি মেনে নিতে পারছেন না নবনীত ও তাঁর পরিবার।
উল্লেখ্য, টোকিওর জন্য তখন কঠোর প্রস্তুতি। পাখির চোখ তখন অলিম্পিক্স পদকে। টোকিওর পোডিয়ামের পথে তখন নিরন্তর লড়াই চলছে অসমের মেয়ের। লভলিনা বড়গোঁহাই। বাড়িতে তখন একটা কঠিন অসুখের সঙ্গে লড়ছেন তাঁর মা মামনি বড়গোঁহাই। গত ১৫ ফেব্রুয়ারি কলকাতার আর এন টেগোর হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয় মামনির। আর কয়েক মাস পরেই যে টোকিওর পোডিয়ামে ধূমকেতুর মত উত্থান হবে তাঁর মেয়ের, তা কে জানত? তবে এবার নিজের ব্যক্তিগত জীবনেও সমস্যার মুখে পড়তে হচ্ছে লভলিনাকে।
উল্লেখ্য, টোকিওতে অলিম্পিক্সের মঞ্চে প্রথমবারের জন্য নেমেছিলেন লভলিনা। আর প্রথমবারেই বাজিমাত করেছেন। ব্রোঞ্জ জিতেছেন তিনি। তিনি হেরে যান তুরস্কের প্রতিদ্বন্দ্বীর কাছে। যদিও ৬৪-৬৯ কেজি মহিলাদের বিভাগে বিশ্বের ১ নম্বর বুসেনাজ সুরমেনলির বিরুদ্ধে হার মানতে হয় লভলিনাকে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড কবে ঘোষিত হবে? জানিয়ে দিলেন সৌরভ