T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড কবে ঘোষিত হবে? জানিয়ে দিলেন সৌরভ
Sourav Ganguly: এই মুহূর্তে ঋষভ পন্থের নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আগামী মাসে ইংল্য়ান্ডের মাটিতে রোহিত শর্মার নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল কবে ঘোষণা হবে? এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও একটা আভাস দিয়ে দিলেন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
কী বলছেন সৌরভ?
এই মুহূর্তে ঋষভ পন্থের নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। অন্যদিকে আরও একটি দল ইংল্য়ান্ডের মাটিতে উড়ে গিয়েছে টেস্ট খেলার জন্য। এরপর জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া ইংল্য়ান্ডের মাটিতে। বিসিসিআই সভপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, সেই টি-টোয়েন্টি সিরিজ চলার সময়ই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। সৌরভ বলেন, ''ভারতীয় দল বাছাইয়ের জন্য যাবতীয় বিষয়টি পর্যবেক্ষণ করছে কোচ রাহুল দ্রাবিড়। আশা করে আগামী মাসে ইংল্য়ান্ডের মাটিতে টি-টােয়েন্টি সিরিজ চলার সময়ই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে।''
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৭ জুলাই থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটো ম্যাচ হবে যথাক্রমে ৯ ও ১০ জুলাই। এছাড়াও তিনটি ওয়ান ডে ম্য়াচও খেলবে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বাছতে নির্বাচকদের যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তার কোনও সন্দেহ নেই। হার্দিক পাণ্ড্য নিজের সেরা ফর্মে ফিরে এসেছেন। এছাড়া উইকেটের পেছনে পন্থের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন দীনেশ কার্তিক। গত আইপিএল থেকেই একের পর এক দুর্ধর্ষ ইনিংস। এই মুহূর্তে জাতীয় দলের জার্সিতে সেরা ফিনিশারের ভূমিকা পালন করছেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার কার্তিক। এছাড়া উমরান মালিক, অর্শদীপ সিংহ, রাহুল ত্রিপাঠীর মত তরুণ ক্রিকেটাররাও উঠে এসেছেন। আসন্ন আয়ারল্যান্ড সফরেও বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কাল টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্য়াচ, খেলার তাল কাটতে পারে বৃষ্টি