Paris Olympics 2024: রয়েছেন নীরজ চোপড়া, মহম্মদ আনাসরা, প্যারিস অলিম্পিক্সের জন্য ঘোষিত হল ২৮ সদস্যের দল
Neeraj Chopra: বৃহস্পতিবারই এএফআইয়ের তরফে এই দল ঘোষণা করা হয়। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন মহিলা অ্যাথলিট রয়েছেন।
নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ২৬ জুলাই থেকে শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024)। সেই প্রতিযোগিতার জন্য ২৮ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের ঘোষণা করে দিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। বৃহস্পতিবারই এএফআইয়ের তরফে এই দল ঘোষণা করা হয়। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন মহিলা অ্যাথলিট রয়েছেন। স্বাভাবিকভাবেই ২৮ জনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম গত বারের অলিম্পিক্সে সোনা জিতে ভারতীয় অ্যাথলিট হিসাবে ইতিহাস তৈরি করা নীরজ চোপড়া (Neeraj Chopra)।
৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে প্রথম ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অলিম্পিক্সে পদক জিতেছিলেন নীরজ। আসন্ন অলিম্পিক্সে পদক জয়ের বড় ভরসা তিনি। তবে এবার নীরজের পাশাপাশি টুর্নামেন্টে নিজের অভিষেক ঘটানো কিশোর জিনাও জ্যাভলিন থ্রোয়ে প্রতিনিধিত্ব করবেন। মহিলাদের বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন অন্নু রানি।
"I don't think anyone else can do what Neeraj has done for Indian sports."
— SAI Media (@Media_SAI) July 2, 2024
The current president of AFI, Adille J Sumariwalla says Olympic and world champion Neeraj Chopra gave confidence to other Indian athletes -- 'if he can do it, they can do it too.' He also confirms that… pic.twitter.com/VMQGtB3Rnp
নীরজ, অন্নুর পাশাপাশি ৩০০০ মিটার স্টিপলচেজ়ে অবিনাশ সাবলে, শট পাটে তেজন্দর সিংহ তুর, রেস ওয়াকিংয়ে প্রিয়ঙ্কা গোস্বামী, রিলে রেসে মহম্মদ আনাসদের অতীতে অলিম্পিক্সে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। ভারতকে পদক এনে দেওয়ার বড় দাবিদার মনে করা হচ্ছে এঁদের। আবার হার্ডলার জ্যোতি ইয়ারাজি, শট পাটার আভা খাতুনদের এটাই প্রথম অলিম্পিক্স।
ভারতীয় অ্যাথলিটদের মধ্যে একমাত্র পারুল চৌধুরিই ৫০০০ মিটার দৌড় এবং ৩০০০ মিটার স্টিপলচেজ়, অর্থাৎ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। গত বারের এশিয়ান গেমসে জ্যোতি ৫০০০ মিটারে সোনা এবং ৩০০০ মিটারে রুপো জিতেছিলেন। সেই দুরন্ত সাফল্য়ের পরেই তাঁকে জোড়া ইভেন্টে রাখা হয়।
পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকে সুন পানওয়ার নিজের ব়্যাঙ্কিংয়ের দৌলতে টুর্নামেন্টের ছাড়পত্র পান। অক্ষদ্বীপ সিংহ, বিকাশ সিংহ, পরমজিত সিংহ এবং রাম বাব্বও এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেন। তবে প্রতিটি দেশ থেকে মাত্র তিনটি অ্যাথলিটই এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তাই দুর্ভাগ্যবশত রামকে বাদ পড়তে হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এখনও পাকা হয়নি কোচ, তবে শীঘ্রই ত্রিদেশীয় টুর্নামেন্টে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল