Neeraj Chopra: হঠাৎই অসুস্থ, মাঝপথে সংবর্ধনা অনুষ্ঠান ছাড়লেন নীরজ চোপড়া
সংবর্ধনার মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিটকে।
পানিপথ: সংবর্ধনা অনুষ্ঠান চলার মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। সূত্রের খবর, নীরজের প্রচণ্ড জ্বর। গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছেন। তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে। তবে নীরজ প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন। আজ হরিয়ানার পানিপথে সংবর্ধনার মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সংবর্ধনা নির্দিষ্ট সময়ের আগেই তিনি মঞ্চ ছাড়তে বাধ্য হন। সোজা চিকিৎসকের কাছে পৌঁছে শারীরিক পরীক্ষা করিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নীরজ। জানা গিয়েছে, এখন নীরজের অবস্থা স্থিতিশীল। প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
কয়েকদিন আগেই জ্বর ও গলা ব্যথা শুরু হয় নীরজের। শরীর খারাপ নিয়েই তিনি রবিবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এরপর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন নীরজ। তবে আজ পানিপথে সংবর্ধনার সময় তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন।
প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ। টোকিওয় ফাইনালে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো করে তিনি সোনা জেতেন। এই সাফল্যের পর তিনি সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন। তাঁর জনপ্রিয়তাও অনেক বেড়ে গিয়েছে। নীরজ জানিয়েছেন, তিনি এই সাফল্যেই থেমে থাকতে চান না। ভবিষ্যতে আরও অনেক সাফল্য পাওয়াই তাঁর লক্ষ্য।
বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘যাঁরা খেলার যাবতীয় খবর রাখেন, তাঁরা নিশ্চয়ই অলিম্পিক গেমসের আগেই নীরজ চোপড়ার নাম শুনেছিলেন। কিন্তু টোকিওতে জ্যাভলিনে সোনা জিতে অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা পেয়ে ইতিহাস গড়ার পর নীরজের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে গিয়েছে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরজ বলেছেন, ‘আমি এখনও ঘোরের মধ্যে আছি। সবার সমর্থন ও আশীর্বাদের জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। এর জন্য সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তের কথা সারাজীবন মনে থাকবে। টোকিও পৌঁছনোর পর সময়ের পার্থক্যের জন্য প্রথম কয়েকদিন ভাল করে ঘুমোতে পারিনি। কিন্তু সোনা জেতার পর বালিশের পাশে পদক রেখে আরামে ঘুমিয়েছি।’
নীরজের আগে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে সোনা পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। ২০০৮ বেজিং অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব। তারপর এই প্রথম সোনা এল।
স্বাধীন ভারতে এই প্রথম অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক এল। ১২১ বছর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন কলকাতায় জন্মানো নরম্যান প্রিচার্ড। তারপর এই প্রথম অ্যাথলেটিক্সে পদক পেল ভারত।