Paris Olympics 2024: অলিম্পিক্স টেনিসে একদিনেই শেষ ভারতের চ্যালেঞ্জ, সুমিতের পর হেরে বিদায় বোপন্না-বালাজির
Rohan Bopanna Sriram Balaji: রবিবার পুরুষ ডাবলসের ম্যাচে স্ট্রেট সেটে হেরে গেলেন রোহন বোপন্না ও বালাজি। ফ্রান্সের এদুয়ার্দ রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা।
প্যারিস: শ্যুটিং থেকে ভারতকে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম পদক এনে দিয়েছেন মনু ভাকের (Manu Bhaker)। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ২২ বছর বয়সী ভারতীয় শ্যুটার। শ্যুটিং রেঞ্জ থেকে আরও পদক আনার সম্ভাবনাও জিইয়ে রেখেছেন তিনি। বাকি রয়েছে এখনও কয়েকটি ইভেন্ট।
টেনিসে অবশ্য হতাশার সাক্ষী থাকল প্যারিস। অলিম্পিক্সে ভারতের টেনিসের বাজি স্থায়ী হল মোটে একদিন। প্রথম দিনই প্যারিস অলিম্পিক্সে হেরে গেলেন সুমিত নাগাল, রোহন বোপন্না ও এন শ্রীরাম। রবিবারই শেষ টেনিসে ভারতের অভিযান।
এদিন প্রথম কোর্টে নেমেছিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। যিনি বেসলাইন খেলায় যথেষ্ট দক্ষ। তবে তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি। প্রথম সেট হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন সুমিত। ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেট জেতেন তিনি। তবে তৃতীয় সেটে লড়াই করেও ৫-৭ ব্যবধানে হেরে যান। কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক্স থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে নাগালকে। রোলঁ গ্যারোজে ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ের শেষে হার মানতে হয় ভারতীয় টেনিস খেলোয়াড়কে। টোকিও গেমসে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়েছিলেন সুমিত। প্যারিসে বিদায় প্রথম রাউন্ড থেকেই।
রবিবার পুরুষ ডাবলসের ম্যাচে স্ট্রেট সেটে হেরে গেলেন রোহন বোপন্না ও বালাজি। ফ্রান্সের এদুয়ার্দ রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা।
🇮🇳 Result Update: #Tennis🎾 Men's Doubles Round 1👇
— SAI Media (@Media_SAI) July 28, 2024
Major upset for #TeamIndia as @rohanbopanna and N. Sriram Balaji's campaign at #ParisOlympics2024 comes to an end.
The duo lost 5-7, 2-6 to French pair Gael Monfils & Edouard Roger-Vasselin.@AITA__Tennis pic.twitter.com/Ecf5Lu2yrh
অলিম্পিক্সে টেনিসে ভারত একটিমাত্র পদক জিতেছে। ১৯৯৬ আতলান্তা অলিম্পিক্সে পুরুষ সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ। তারপর থেকে অলিম্পিক্স টেনিসে ভারতের ঝুলিতে শুধুই ব্যর্থতার ভিড়।
আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইন্ডিয়া সিমেন্টস, ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।