Olympics Opening Ceremony: নদীবক্ষে সাড়ে ১০ হাজার অ্যাথলিট, ইতিহাস তৈরি করতে চলেছে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান
Olympic Games: সামার অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে স্টেডিয়ামের বাইরে। প্যারিস শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন (Seine) নদী। নদীর মধ্যেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
প্যারিস: বুধবার, ২৪ জুলাই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) একাধিক ইভেন্ট। তবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৬ জুলাই, শুক্রবার। এবারের অলিম্পিক্সের (Olympic Games Opening Ceremony) উদ্বোধনী অনুষ্ঠানে এমন অনেক বিষয় ঘটতে চলেছে, যা আগে কোনওদিন দেখা যায়নি।
স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠান
সামার অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে স্টেডিয়ামের বাইরে। প্যারিস শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন (Seine) নদী। নদীর মধ্যেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে ড্রেস রিহার্সাল। উদ্যোক্তারা কোনও খামতি রাখতে চান না।
নদীবক্ষে উদ্বোধন
অ্যাথলিটদের প্যারেড হবে সেন নদীবক্ষে নৌকায় চড়ে। প্রত্যেক নৌকায় থাকবে প্রচুর ক্যামেরা যাতে টিভি ও অনলাইন স্ট্রিমিংয়ের দর্শকেরা কাছ থেকে অ্যাথলিটদের দেখতে পারেন। ১০ হাজার ৫০০ অ্যাথলিট নদী পারাপার করবেন। মোট ৬ কিলোমিটার জলপথ পাড়ি দিতে হবে অ্যাথলিটদের। তাঁরা পৌঁছবেন ত্রোকাদেরোতে। সেখানেই অনুষ্ঠানের বাকি অংশ।
দর্শকদের জন্য বিশেষ ভাবনা
এই প্রথম অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যত বেশি সম্ভব দর্শককে দেখার ব্যবস্থা করে দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে। প্যারিস শহর জুড়ে ৮০টি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। থাকছে লাউডস্পিকার। অলিম্পিক্সের ইতিহাসে এত বড় মাপের উদ্বোধনী অনুষ্ঠান কোনওদিনও হয়নি। যে কেউই চাইলে নিখরচায় এই উদ্বোধনী অনুষ্ঠান সশরীরে দেখতে পারবেন।
Queen @salmahayek has entered Versailles ✨
— Paris 2024 (@Paris2024) July 23, 2024
Pour suivre le Relais de la Flamme rendez-vous sur https://t.co/TWcSUAw0vu
📷 Paris 2024 / Laurent Vu / SIPA PRESS pic.twitter.com/A0FRI2zdy3
অ্যাথলিটরাই আকর্ষণ
উদ্বোধনী অনুষ্ঠানের পুরোটা জুড়েই থাকবে অ্যাথলিটদের প্রাধান্য। শুরুতেই অ্যাথলিটদের প্যারেড থাকছে, যা অলিম্পিক্সের ইতিহাসে আগে কোনওদিনই দেখা যায়নি।
Royal Relais 🌞
— Paris 2024 (@Paris2024) July 23, 2024
La Flamme a scintillé à travers les Jardins et la Galerie des Glaces du Château de Versailles ! 🔥
Pour suivre le Relais de la Flamme rendez-vous sur https://t.co/Qd7ZWXqNVC pic.twitter.com/t8oSKE1QYf
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।