Neeraj Chopra Biopic: বায়োপিক হলে অভিনয় করুন রণদীপ হুডা বা অক্ষয় কুমার, চান নীরজ চোপড়া
Neeraj Chopra biopic: টোকিও অলিম্পিক্সে সোনা জিতে আজ দেশে ফিরেছেন নীরজ।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর থেকেই রাতারাতি দেশজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। কয়েকদিন আগে পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষ তাঁর নামটুকু জানতেন না, কিন্তু এখন অনেকেই জ্যাভলিন থ্রো সম্পর্কে উৎসাহিত হয়ে উঠেছেন। হরিয়ানা সরকার, বিসিসিআই সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নীরজের জন্য পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের পাশাপাশি বলিউড তারকারাও নীরজকে অভিনন্দন জানাচ্ছেন। এই অ্যাথলিটের বায়োপিক নিয়ে জল্পনা শুরু হয়েছে। নীরজ নিজে চান, তাঁর বায়োপিক হলে নায়কের ভূমিকায় অভিনয় করুন রণদীপ হুডা বা অক্ষয় কুমার।
২০১৮ সালে এশিয়ান গেমসের পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেছিলেন, ‘আমার বায়োপিকর যদি কোনওদিন তৈরি হয়, তাহলে দারুণ ব্যাপার হবে। আমার পছন্দ হরিয়ানার রণদীপ হুডা আর বলিউডের অক্ষয় কুমার।’
বলিউডের অন্যান্য তারকাদের পাশাপাশি নীরজকে অভিনন্দন জানিয়েছেন অক্ষয়ও। তিনি ট্যুইট করে নীরজকে অভিনন্দন জানিয়েছেন। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ছড়িয়ে পড়েছে। একটি ছবির দৃশ্যে লাঠি হাতে দেখা গিয়েছিল অক্ষয়কে। সেই দৃশ্য নিয়ে নানা মিম তৈরি হচ্ছে। নেটিজেনদের অনেকেই বলতে শুরু করেছেন, নীরজের বায়োপিকে দেখা যাবে অক্ষয়কে।
স্বাধীন ভারতে এই প্রথম অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক এল। ১২১ বছর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটার দৌড়ে রুপো পেয়েছিলেন কলকাতায় জন্মানো নরম্যান প্রিচার্ড। তারপর এই প্রথম অ্যাথলেটিক্সে পদক পেল ভারত।
ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি। তৃতীয় থ্রো ছিল ৭৯.৭৯ মিটারের। তবে তাতে নীরজের সোনা জিততে কোনও সমস্যা হয়নি। মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন নীরজ।