India Schedule, Tokyo Olympic 2020: পুরুষ হকিতে আসবে ব্রোঞ্জ? নজরে একঝাঁক কুস্তিগীর, বৃহস্পতিতে কোন ম্যাচ কখন
India Schedule, Tokyo Olympic 2020 Matches List: ভারতের পদকপ্রত্যাশা বাড়িয়ে কুস্তিতে নামবেন ভিনেশ ফোগত
টোকিও : সোনালি মোড়ক হাতছাড়া হয়েছে, তবে ভারতীয় পুরুষ হকি দলকে ঘিরে প্রত্যাশা পদকপ্রাপ্তির ঝুলি ভরানোর। পাশাপাশি বুধবারের মতোই ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে থাকবেন অলিম্পিক্সের মঞ্চে ভারতীয় কুস্তিগীরদের পারফরম্যান্সের দিকেও। মহিলাদের কুস্তিতে ভিনেশ, অংশু মালিকরাও নামছেন বৃহস্পতিবারই।
ভারতীয় সময় ভোরে গলফের দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে নামছেন দুই ভারততনয়া। ভোর ৪ টে নাগাদ অদিতি অশোক ও ভোর সাড়া ৫টা নাগাদ নামবেন দীক্ষা ডাগর। আগামীকাল সাতসকালের দিকে ভারতীয় ক্রীড়ামহল বাড়তি উৎসাহ নিয়ে তাকিয়ে, কারণ সকাল ৭ টা নাগাদ ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে খেলতে নামছে ভারতীয় পুরুষ হকি দল। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তৃতীয় স্থানে শেষ করার পথে মনপ্রীত, শ্রীজেশদের সামনে জার্মানির চ্যালেঞ্জ। সোনার লড়াইয়ে নামার ডুয়েলে বেলজিয়ামের কাছে ২-৫ গোলে হেরে গেলেও সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের পদকসংখ্যা পুরুষ হকি দল বাড়াবে বলেই প্রত্যাশা রাখছে ক্রীড়ামহল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টেয় সোনা জয়ের লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও বেলজিয়াম।
এদিকে, কিছুটা বেলার দিকে নামবেন ভিনেশ ফোগত, অংশু মালিকরা। মহিলাদের ৫৩ কেজি ফ্রি-স্টাইলে ভিনেশের প্রতিপক্ষ সুইডেনের সোফিয়া ম্যাটসন। সেই ম্যাচের সময় এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পাশাপাশি ৫৭ কেজি রেপচেজ বিভাগে অংশু মালিকের ম্যাচ বা প্রতিপক্ষ কোনওটাই চূড়ান্ত হয়নি এখনও পর্যন্ত। পাশাপাশি পুরুষদের কুস্তিতে জোড়া নামবেন রবি কুমার ও দীপক পুনিয়াও। তাদেরও ম্যাচের সময় নির্ধারিত হয়নি এখনও পর্যন্ত। তবে ভারতীয় সময় দুপুর নাগাদ সবকটি ম্যাচ হবে।
পাশাপাশি পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিন ভারতীয়। সন্দীপ কুমার, রাহুল রোহিলা ও ইরফান কে থোডি যে প্রতিযোগিতার মূলপর্বে বিশেষ নজর কাড়তে পারেন কি না, সেদিকেও নজর থাকবে। পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ের ফাইনাল শুরু ভারতীয় সময় দুপুর ১ টায়। বিকেল ৪ টেয় চিন ও জাপানের মধ্যে মহিলাদের টেবিল টেনিস টিম ইভেন্টের সোনা জয়ের ডুয়েল।