Tokyo Olympics 2020: আজীবন বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ, চানুর ঝুলিতে আরও এক পুরস্কার
অলিম্পিক্সে অংশগ্রহণকারী সমস্ত ভারতীয় অ্যাথলিটদের জন্য আজীবন নিখরচায় সিনেমা দেখার সুযোগ নিয়ে এল বিখ্যাত মাল্টিপ্লেক্স চেন।
ইম্ফল: করোনার দাপট পেরিয়ে অবশেষে ২০২১-এ অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক্স। খেলাপ্রেমীদের জন্য় স্বপ্নপূরণ। সকলেই মুখিয়ে কার দেশ কতগুলি পদক জেতে, সেই দিকে।
অবশ্যই সেই তালিকা থেকে বাদ পড়েনি ভারতও। টোকিও অলিম্পিক্স ২০২০-এ প্রথম ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছেন ইম্ফলের মীরাবাঈ চানু। অলিম্পিক্সের চলতি মরসুমে ভারতের হয়ে প্রথম পদক জেতেন চানু। ৪৯ কেজি ভারোত্তোলনে প্রতিনিধিত্ব করেন ভারতের হয়ে। জেতেন রুপো। কোটি কোটি ভারতবাসীর উপচে পড়া শুভেচ্ছাবার্তার সঙ্গেই দেশে ফেরার পর চানুকে তাঁর যোগ্য সম্মান দিতে কোনও ত্রুটি রাখছে না সরকারও। একের পর এক উপহারে ভরিয়ে দেওয়া হচ্ছে ২৬ বছরের ভারোত্তোলককে।
তবে এবার শুধু চানু নয়। অলিম্পিক্সে অংশগ্রহণকারী সমস্ত ভারতীয় অ্যাথলিটদের জন্য এক অভিনব উপহার নিয়ে এল এক বিখ্য়াত মাল্টিপ্লেক্স চেন। ভারতের হয়ে অলিম্পিক গেমসে মেডেল জিতলেই গোটা জীবন বিনামূল্যে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে। এমনটাই নিজেদের ট্যুইটার হ্যান্ডলে ঘোষণা করল আইনক্স লেজার লিমিটেড কর্তৃপক্ষ। অর্থাৎ মীরাবাঈ চানুর ঝুলিতে আরও এক উপহার। আগেই এক বিখ্যাত পিৎজা প্রস্তুতকারক সংস্থা চানুর জন্য আজীবন ফ্রি পিৎজার ঘোষণা করেছিল। সেই তালিকায় যুক্ত হল ফ্রি সিনেমাও। তবে এই সুযোগ কেবল চানুর জন্য নয়। চলতি অলিম্পিক্সে ভারতের আর কেউ পদক জিতলেও আজীবন নিখরচায় আইনক্স মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবেন।
কিন্তু ভারতের হয়ে যাঁরা অলিম্পিক্সে অংশ নিয়েছেন অথচ মেডেল জিততে পারলেন না? তাঁদের কি তবে ঝুলি একেবারেই খালি থাকবে? কখনওই না। সেই সকল অ্যাথলিটদেরও নিরাশ করেনি আইনক্স কর্তৃপক্ষ। তাঁদের জন্যও থাকছে উপহার। আগামী এক বছর সেই সমস্ত অ্যাথলিটরা পাবেন বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ।
অলিম্পিকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে খবর। 'এমন সুযোগ করে দিতে পেরে আমরা খুবই গর্বিত', ট্যুইটার পোস্টে বক্তব্য আইনক্স কর্তৃপক্ষের। সব মিলিয়ে অলিম্পিক্স উন্মাদনায় কাঁপছে গোটা দেশ।