এক্সপ্লোর
একদিন পিছিয়ে গেল ভারত-বাংলাদেশ টেস্ট

হায়দরাবাদ: ভারত-বাংলাদেশের একমাত্র টেস্ট ৮ ফেব্রুয়ারির বদলে শুরু হতে চলেছে ৯ ফেব্রুয়ারি থেকে। বিসিসিআই-এর নির্দেশেই ম্যাচ একদিন পিছিয়ে গেল বলে জানিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জন মনোজ। তিনি বলেছেন, বিসিসিআই মনে করছে, বৃহস্পতিবার থেকে টেস্ট ম্যাচ শুরু হলে অনেক বেশি দর্শক মাঠে আসবেন। সেই কারণেই ম্যাচের দিন পিছিয়ে দেওয়া হল। এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলতে আসছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের পর দেশে ফিরে ১ ফেব্রুয়ারি হায়দরাবাদে চলে আসবেন শাকিব আল-হাসান, মুশফিকুর রহিমরা। তাঁরা টেস্টের আগে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















