এক্সপ্লোর
Advertisement
পরিকাঠামো উন্নত হলে ভারতীয় অ্যাথলিটরা সেরা হয়ে উঠবেন, আশাবাদী সৌরভ
কলকাতা: রিও অলিম্পিকে ভারত মাত্র দুটি পদক পেলেও, দেশের অ্যাথলিটদের নিয়ে আশা ছাড়তে নারাজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, উপযুক্ত সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো পেলে ১০ বছরের মধ্যে ভারতের অ্যাথলিটরা বিশ্বসেরা হয়ে উঠতে পারবেন।
আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় তৃতীয় বার্ষিক ২৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার প্রধান মুখ হয়েছেন সৌরভ। এ সংক্রান্ত এক অনুষ্ঠানে ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘বিসিসিআই আমাদের ভাল পরিকাঠামো দিতে পেরেছে বলেই ক্রিকেটে আমাদের পারফরম্যান্স উন্নত হয়েছে। সারা ভারতে বিশ্বমানের স্টেডিয়াম আছে। রাঁচির মতো ছোট শহরেও ভাল স্টেডিয়াম আছে। একটা দৌড় প্রতিযোগিতা থেকেই চ্যাম্পিয়ন পাওয়া যাবে না। অ্যাথলিটদের উপযুক্ত সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো দিতে হবে। আমি গ্যারান্টি দিতে পারি, সেটা হলে ১০ বছরের মধ্যেই আমাদের অ্যাথলিটরা বিশ্বসেরাদের হারাতে পারবেন।’
ইডেনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। সিএবি সভাপতি সৌরভ এখন সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তবে কানপুরে ঐতিহাসিক ৫০০ তম টেস্টে কম দর্শক সংখ্যা দেখে কপালে ভাঁজ আয়োজকদের৷ যা ইডেন টেস্টের আগে চিন্তা বাড়িয়েছে সৌরভেরও। সিএবি সভাপতির অবশ্য দাবি, দর্শক টানার জন্য ইডেন প্রস্তুত৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement